Ratha Yatra in Bengal: পুরীর মত বাংলাতেও রয়েছে বিখ্যাত রথযাত্রা! নামগুলি জানা আছে?
Ratha Yatra 2022: বিভিন্ন পুরাণিক গ্রন্থে এই রথযাত্রা নিয়ে বিভিন্ন কাহিনী রয়েছে। ওড়িশার পৌরাণিক গ্রন্থ ব্রহ্মান্ডপুরাণ থেকে জানা যায় , পুরীর এই রথ উৎসব সত্য যুগ থেকেই চলে আসছে। সেই সময়কার ওড়িশার রাজা ইন্দ্রদ্যুন্ম স্বপ্নাদেশ পেয়েছিলেন ওড়িশায় একটি বিষ্ণুমন্দির গড়ার। রথযাত্রা নিয়ে আরো একটি পৌরাণিক কাহিনী শুনতে পাওয়া যায় , আনুমানিক প্রায় ৭০০ বছর পূর্বে পুরীর এই রথযাত্রা শুরু হয়েছে।
Most Read Stories