AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Year Ender 2022: আধপেটা থেকে কমনওয়েলথে সোনা জয়, অনুপ্রেরণার অন্য নাম অচিন্ত্য শিউলি

শরত ও হেমন্তের শিশির ভেজা ভোরে সুবাস ছড়ায় শ্বেতশুভ্র শিউলি ফুল। সাফল্যের সুবাস ছড়ান অচিন্ত্য শিউলিরা। অস্বচ্ছল পরিবার, বাবার মৃত্যুর পর কঠিন লড়াই এবং মায়ের হাড়ভাঙা পরিশ্রম, দাদার আত্মত্যাগের দাম দিয়েছেন। তাঁর অর্জন করা এক সোনার ছোঁয়ায় বদলে গিয়েছে তাঁর জীবন। ঘরের ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বাঙালি।

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 8:45 AM
Share
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে বাংলার মুখ ছিলেন অচিন্ত্য শিউলি। মীরাবাঈ চানুর পাশাপাশি ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে এ রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করেন ২০ বছরের অচিন্ত্য। (ছবি:টুইটার)

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে বাংলার মুখ ছিলেন অচিন্ত্য শিউলি। মীরাবাঈ চানুর পাশাপাশি ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে এ রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করেন ২০ বছরের অচিন্ত্য। (ছবি:টুইটার)

1 / 6
মোট ৩১৩ কিলো ওজন তুলে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছেন হাওড়ার দেউলপুরের ছেলে অচিন্ত্য। ভারোত্তোলনের পাশাপাশি ভারতীয় সেনার সদস্য অচিন্ত্য।(ছবি:টুইটার)

মোট ৩১৩ কিলো ওজন তুলে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছেন হাওড়ার দেউলপুরের ছেলে অচিন্ত্য। ভারোত্তোলনের পাশাপাশি ভারতীয় সেনার সদস্য অচিন্ত্য।(ছবি:টুইটার)

2 / 6
হাওড়ার নিছকই সাধারণ পরিবার থেকে বার্মিংহ্যামের পোডিয়ামের যাত্রাটা অচিন্ত্যর কাছে সহজ ছিল না। মাত্র আট বছর বয়সেই বাবাকে হারিয়েছিলেন। এরপর জরির কাজ করে তিনজনের সংসার টানেন মা পূর্ণিমা শিউলি। রক্ত জল করে ছেলেকে মানুষ করেছেন। সেই কষ্ট, পরিশ্রমের ফসল ফলেছে কমনওয়েলথ গেমসের মঞ্চে। (ছবি:টুইটার)

হাওড়ার নিছকই সাধারণ পরিবার থেকে বার্মিংহ্যামের পোডিয়ামের যাত্রাটা অচিন্ত্যর কাছে সহজ ছিল না। মাত্র আট বছর বয়সেই বাবাকে হারিয়েছিলেন। এরপর জরির কাজ করে তিনজনের সংসার টানেন মা পূর্ণিমা শিউলি। রক্ত জল করে ছেলেকে মানুষ করেছেন। সেই কষ্ট, পরিশ্রমের ফসল ফলেছে কমনওয়েলথ গেমসের মঞ্চে। (ছবি:টুইটার)

3 / 6
যদিও ভারোত্তোলনে আসার কোনও ইচ্ছেই ছিল না অচিন্ত্যর। দাদা অলোকের হাত ধরে ভারোত্তোলনে আসা তাঁর। সোনা জিতে সেই দাদাকেই পদক উৎসর্গ করেন বাংলার সোনার ছেলে।(ছবি:টুইটার)

যদিও ভারোত্তোলনে আসার কোনও ইচ্ছেই ছিল না অচিন্ত্যর। দাদা অলোকের হাত ধরে ভারোত্তোলনে আসা তাঁর। সোনা জিতে সেই দাদাকেই পদক উৎসর্গ করেন বাংলার সোনার ছেলে।(ছবি:টুইটার)

4 / 6
গোটা দেশ থেকে অচিন্ত্যর জন্য শুভেচ্ছাবার্তা এসেছে। নিম্নবিত্ত পরিবারের ছেলের সোনা জয়ের এই যাত্রা বহু মানুষের অনুপ্রেরণার কারণ। টুইটারে বার্তা এসেছিল 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের তরফে।(ছবি:টুইটার)

গোটা দেশ থেকে অচিন্ত্যর জন্য শুভেচ্ছাবার্তা এসেছে। নিম্নবিত্ত পরিবারের ছেলের সোনা জয়ের এই যাত্রা বহু মানুষের অনুপ্রেরণার কারণ। টুইটারে বার্তা এসেছিল 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের তরফে।(ছবি:টুইটার)

5 / 6
কমনওয়েলথ গেমসে সোনা জয় অচিন্ত্যর কাছে শুধুমাত্র সম্মান নয়, জীবনযুদ্ধে বেঁচে থাকার রসদও। মা ও দাদার পাশে দাঁড়ানোর এটাই সময়। একইসঙ্গে তাঁর পাখির চোখ প্যারিস অলিম্পিক। (ছবি:টুইটার)

কমনওয়েলথ গেমসে সোনা জয় অচিন্ত্যর কাছে শুধুমাত্র সম্মান নয়, জীবনযুদ্ধে বেঁচে থাকার রসদও। মা ও দাদার পাশে দাঁড়ানোর এটাই সময়। একইসঙ্গে তাঁর পাখির চোখ প্যারিস অলিম্পিক। (ছবি:টুইটার)

6 / 6