Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jacqueline-Michele: 365 days (৩৬৫ ডেজ়) ছবির অভিনেতা মিশেল মিরোন-এর সঙ্গে সম্পর্কে জ্যাকলিন ফার্নান্ডেজ!

Jacqueline-Michele: সুকেশ কেস থেকে এখনও অব্যহতি পাননি জ্যাকলিন। ইডির নজরে রয়েছেন। আর এর মাঝেই খবর ছড়িয়েছে তিনি ডেট করছেন 365 days (৩৬৫ ডেজ়) ছবির অভিনেতা মিশেলের সঙ্গে।

| Edited By: | Updated on: Aug 25, 2022 | 1:11 PM
365 days (৩৬৫ ডেজ়) ছবির নায়ক মিশেল মিরোন-এর সঙ্গে ডেট করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি বলিউডে কান পাতলে এই খবর শোনা যাচ্ছে।

365 days (৩৬৫ ডেজ়) ছবির নায়ক মিশেল মিরোন-এর সঙ্গে ডেট করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি বলিউডে কান পাতলে এই খবর শোনা যাচ্ছে।

1 / 7
হঠাৎ কেন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে?  এটা শুরু হয়েছে জ্যাকলিন এবং মিশেল একসঙ্গে মিউজিক ভিডিয়ো  করেছেন তা সামনে আসতেই। ভিডিয়োতে তাঁদের রসায়ন দেখে ভক্তরা শুরু করেছেন বলা, তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে।

হঠাৎ কেন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? এটা শুরু হয়েছে জ্যাকলিন এবং মিশেল একসঙ্গে মিউজিক ভিডিয়ো করেছেন তা সামনে আসতেই। ভিডিয়োতে তাঁদের রসায়ন দেখে ভক্তরা শুরু করেছেন বলা, তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে।

2 / 7
টনি কক্কড় এবং নেহা কক্কড়ের গাওয়া ‘মুড মুড কে’ গানের একসঙ্গে কাজ করেন জ্যাকলিন-মিশেল। প্রথমবার বলিউডের নায়িকা মিশেলের সঙ্গে কাজ করছেন সেই খবর সামনে আসতেই হইহই পড়ে যায়।

টনি কক্কড় এবং নেহা কক্কড়ের গাওয়া ‘মুড মুড কে’ গানের একসঙ্গে কাজ করেন জ্যাকলিন-মিশেল। প্রথমবার বলিউডের নায়িকা মিশেলের সঙ্গে কাজ করছেন সেই খবর সামনে আসতেই হইহই পড়ে যায়।

3 / 7
২০২১ সালে জ্যাকলিন কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ডেট করতেন। তাঁদের দুইজনের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। প্রথমে সম্পর্ক অস্বীকার করলেও এই ছবির পর জ্যাকলিনের কিছু বলার থাকে না।

২০২১ সালে জ্যাকলিন কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ডেট করতেন। তাঁদের দুইজনের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। প্রথমে সম্পর্ক অস্বীকার করলেও এই ছবির পর জ্যাকলিনের কিছু বলার থাকে না।

4 / 7
এর পর জ্যাকলিনকে ইডি তলব করে সুকেশের টাকার জালিয়াতি কেসে। তাঁর দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইডি তরফ থেকে তাঁকে সুকেশ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এর পর জ্যাকলিনকে ইডি তলব করে সুকেশের টাকার জালিয়াতি কেসে। তাঁর দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইডি তরফ থেকে তাঁকে সুকেশ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

5 / 7
মিশেল মিরোন ২০২০ সালে 365 days (৩৬৫ ডেজ়) ছবি দিয়ে ইন্টারনেট কাঁপিয়ে দেন। তাঁকে দেখে ৮ থেকে ৮০ পাগল। অথচ মিশেল এর আগে সিনেমা ছেড়ে দিতে চেয়েছিলেন। কারণ তাঁর ডিজাইনার স্ত্রী রুবা সাদেহের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের কারণে তিনি ডিপ্রেশনে চলে যান।

মিশেল মিরোন ২০২০ সালে 365 days (৩৬৫ ডেজ়) ছবি দিয়ে ইন্টারনেট কাঁপিয়ে দেন। তাঁকে দেখে ৮ থেকে ৮০ পাগল। অথচ মিশেল এর আগে সিনেমা ছেড়ে দিতে চেয়েছিলেন। কারণ তাঁর ডিজাইনার স্ত্রী রুবা সাদেহের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের কারণে তিনি ডিপ্রেশনে চলে যান।

6 / 7
ভক্তরা যতই দুইজনকে একসঙ্গে দেখতে চান, কিন্তু মিশেল তাঁর ইনস্টাগ্রাম এই প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তিনি নিজের কাজের বাইরে আর কিছু নিয়ে ভাবছেন না। তাঁর The Next 365 days  (দ্য নেক্সট ৩৬৫ ডেজ়) আসতে চলেছে।

ভক্তরা যতই দুইজনকে একসঙ্গে দেখতে চান, কিন্তু মিশেল তাঁর ইনস্টাগ্রাম এই প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তিনি নিজের কাজের বাইরে আর কিছু নিয়ে ভাবছেন না। তাঁর The Next 365 days (দ্য নেক্সট ৩৬৫ ডেজ়) আসতে চলেছে।

7 / 7
Follow Us: