Arsenal Bengal: শহরে আর্সেনাল ফ্যান ক্লাবের ফুটবল টুর্নামেন্ট

প্রতিবারের মতো এবারও ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব আর্সেনালের বাঙালি ফ্যান ক্লাব 'আর্সেনাল বেঙ্গল ইন্সাইডার' আয়োজন করেছিল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের।অ্যাক্সিস মল টার্ফ এয়ার প্লাজায় গত ২১ অগাস্ট হয়ে গেল বাৎসরিক আন্তঃ ক্লাব প্রতিযোগিতা 'আর্সেনাল বেঙ্গল ইন্সাইডার ২০২২'।

| Edited By: | Updated on: Aug 25, 2022 | 11:00 AM
প্রতিবারের মতো এবারও ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব আর্সেনালের বাঙালি ফ্যান ক্লাব 'আর্সেনাল বেঙ্গল ইন্সাইডার' আয়োজন করেছিল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের।(ছবি নিজস্ব)

প্রতিবারের মতো এবারও ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব আর্সেনালের বাঙালি ফ্যান ক্লাব 'আর্সেনাল বেঙ্গল ইন্সাইডার' আয়োজন করেছিল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের।(ছবি নিজস্ব)

1 / 5
অ্যাক্সিস মল টার্ফ এয়ার প্লাজায় গত ২১ অগাস্ট হয়ে গেল বাৎসরিক আন্তঃ ক্লাব প্রতিযোগিতা 'আর্সেনাল বেঙ্গল ইন্সাইডার ২০২২'।(ছবি নিজস্ব)

অ্যাক্সিস মল টার্ফ এয়ার প্লাজায় গত ২১ অগাস্ট হয়ে গেল বাৎসরিক আন্তঃ ক্লাব প্রতিযোগিতা 'আর্সেনাল বেঙ্গল ইন্সাইডার ২০২২'।(ছবি নিজস্ব)

2 / 5
আর্সেনালের বাঙালী ফ্যানদের নিয়ে একসময় তৈরি হওয়া সাপোর্টার্স ক্লাব গত ৮ বছর আয়োজন করছে এই প্রতিযোগিতার। এবারও টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।(ছবি নিজস্ব)

আর্সেনালের বাঙালী ফ্যানদের নিয়ে একসময় তৈরি হওয়া সাপোর্টার্স ক্লাব গত ৮ বছর আয়োজন করছে এই প্রতিযোগিতার। এবারও টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।(ছবি নিজস্ব)

3 / 5
২ মাস ধরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে ৮টি টিমে ভাগ করা হয়। ফাইনালে টাইব্রেকারে 'নর্থ লন্ডন উইজার্ড এফসি'কে হারিয়ে প্রতিযোগিতা জিতে নেয় 'সাকা পাঞ্চ এফসি'।(ছবি নিজস্ব)

২ মাস ধরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে ৮টি টিমে ভাগ করা হয়। ফাইনালে টাইব্রেকারে 'নর্থ লন্ডন উইজার্ড এফসি'কে হারিয়ে প্রতিযোগিতা জিতে নেয় 'সাকা পাঞ্চ এফসি'।(ছবি নিজস্ব)

4 / 5
টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ সামাজিক কাজে ব্য়য় করা হবে। WWF-এর ব্যাঘ্রশুমারির জন্য ক্যামেরা কেনা ও পুরুলিয়ার আদিবাসী ছেলেদের নিয়ে গড়ে ওঠা বিবেকানন্দ স্পোটর্স অ্যাকাডেমির জন্য অর্থ দান করা হবে।(ছবি নিজস্ব)

টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ সামাজিক কাজে ব্য়য় করা হবে। WWF-এর ব্যাঘ্রশুমারির জন্য ক্যামেরা কেনা ও পুরুলিয়ার আদিবাসী ছেলেদের নিয়ে গড়ে ওঠা বিবেকানন্দ স্পোটর্স অ্যাকাডেমির জন্য অর্থ দান করা হবে।(ছবি নিজস্ব)

5 / 5
Follow Us: