নয়া দিল্লি: ২০১৯ সালে একটি নাম সমগ্র দেশ গর্বের সঙ্গে জেনে ছিল। তাঁর সাহস এবং পরিকল্পনা মাফিক আক্রমণে শত্রুপক্ষের যুদ্ধ বিমান জরুরি অবতরণ বাধ্য হয়েছিল। এমনকি শত্রুদের হাতে আটক হওয়ার পর নিজের কর্তব্যে অবিচল ছিলেন ওই বায়ু সেনা ক্যাপ্টেন। গোপনীয় তথ্য জানতে চেয়ে শত্রুরা যখন তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিল, বিনয় ও দৃঢ়তার সংমিশ্রনে তিনি জানিয়েছিলেন, "স্যার, আমি এটা আপানাদের বলতে পারব না, অনুমতি নেই।" ঠিকই আন্দাজ করেছন। তিনি অকুতোভয় অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। ছবি: টুইটার