Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshaya Tritiya 2023: সোনার বদলে এবার অক্ষয় তৃতীয়ায় ঘরে আনুন এই ৫ জিনিস, অর্থ ও সুখ বৃষ্টিতে ভরে যাবে আপনার সংসার

Buying 5 Things: এই ৫ জিনিস আনলে ধনলক্ষ্মীর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধির কখনও অভাব হবে না। খাদ্য ও অর্থের ভাণ্ডার পূর্ণ হবে আপনার সংসারে।

| Edited By: | Updated on: Apr 16, 2023 | 6:30 AM
অক্ষয় তৃতীয়ার দিনটি সোনা কেনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি এই দিনে সোনা কিনতে না পারেন তবে হতাশ হওয়ার কিছু নেই, সোনার পরিবর্তে ঘরে আনুন এই ৫ জিনিস। যার ফলে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরবে সংসারে।

অক্ষয় তৃতীয়ার দিনটি সোনা কেনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি এই দিনে সোনা কিনতে না পারেন তবে হতাশ হওয়ার কিছু নেই, সোনার পরিবর্তে ঘরে আনুন এই ৫ জিনিস। যার ফলে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরবে সংসারে।

1 / 8
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, অক্ষয় তৃতীয়া এবার পড়েছে ২২ এপ্রিল। যদি আপনি এ দিনে সোনা কিনতে না পারেন তবে চিন্তার কোনও দরকার নেই, সোনা ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে আনতে পারেন।

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, অক্ষয় তৃতীয়া এবার পড়েছে ২২ এপ্রিল। যদি আপনি এ দিনে সোনা কিনতে না পারেন তবে চিন্তার কোনও দরকার নেই, সোনা ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে আনতে পারেন।

2 / 8
এই ৫ জিনিস আনলে ধনলক্ষ্মীর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধির কখনও অভাব হবে না। খাদ্য ও অর্থের ভাণ্ডার পূর্ণ হবে আপনার সংসারে।

এই ৫ জিনিস আনলে ধনলক্ষ্মীর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধির কখনও অভাব হবে না। খাদ্য ও অর্থের ভাণ্ডার পূর্ণ হবে আপনার সংসারে।

3 / 8
এই দিনে ১১টি কড়ি কিনে পুজো করুন। তাতে দেবী লক্ষ্মী খুশি হবেন ও অর্থের ভাণ্ডার পূর্ণ হবে। ঘরে বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি।

এই দিনে ১১টি কড়ি কিনে পুজো করুন। তাতে দেবী লক্ষ্মী খুশি হবেন ও অর্থের ভাণ্ডার পূর্ণ হবে। ঘরে বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি।

4 / 8
দক্ষিণাবর্তি শঙ্খকে ঐশ্বরিক ও ধনলক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনি মতে, এই বিশেষ শঙ্খটি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিল। এ দিনে দক্ষিণাবর্তি শঙ্খ বাড়িতে এনে পুজো করলে দেবী লক্ষ্মী বাস করেন ও আশীর্বাদ বর্ষণ করেন।

দক্ষিণাবর্তি শঙ্খকে ঐশ্বরিক ও ধনলক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনি মতে, এই বিশেষ শঙ্খটি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিল। এ দিনে দক্ষিণাবর্তি শঙ্খ বাড়িতে এনে পুজো করলে দেবী লক্ষ্মী বাস করেন ও আশীর্বাদ বর্ষণ করেন।

5 / 8
একাক্ষী নারকেল হল দেবী লক্ষ্মীর রূপ। যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকে।  জীবনে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হন না তাঁরা। সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই একাক্ষী নারকেল আনা উচিত।

একাক্ষী নারকেল হল দেবী লক্ষ্মীর রূপ। যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকে। জীবনে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হন না তাঁরা। সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই একাক্ষী নারকেল আনা উচিত।

6 / 8
বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা খুবই শুভ। অক্ষয় তৃতীয়ায় পারদ শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসে নিয়ম-কানুন মেনে পুজো করুন। ঘরে রাখলে ভগবান শিব, লক্ষ্মী ও ভগবান কুবের চিরস্থায়ীভাবে বাস করেন।

বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা খুবই শুভ। অক্ষয় তৃতীয়ায় পারদ শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসে নিয়ম-কানুন মেনে পুজো করুন। ঘরে রাখলে ভগবান শিব, লক্ষ্মী ও ভগবান কুবের চিরস্থায়ীভাবে বাস করেন।

7 / 8
ক্রিস্টাল বা কাঁচের কচ্ছপ: অক্ষয় তৃতীয়ার দিনে কেনা স্বাস্থ্য নিয়ে আসে। রোগ-ভোগ থেকে রক্ষা পেতে এই জিনিস ঘরে আনতে পারেন। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে একটি  কাঁচের কচ্ছপ আনতে পারেন।

ক্রিস্টাল বা কাঁচের কচ্ছপ: অক্ষয় তৃতীয়ার দিনে কেনা স্বাস্থ্য নিয়ে আসে। রোগ-ভোগ থেকে রক্ষা পেতে এই জিনিস ঘরে আনতে পারেন। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে একটি কাঁচের কচ্ছপ আনতে পারেন।

8 / 8
Follow Us: