বলিউডে কত কিছুই না রটে। যা রটে তার সবটাই যে ঘটে এমনটা নয়। আবার ঘটেও তো বটে। এরকমই এক ঘটনা এবার ফাঁস হল 'কফি উইদ করণ'-এর সেটে। কোনও এক রাত্রে হঠাৎই ক্যাটরিনা কাইফকে কল করেছিলেন আলিয়া ভাট। সেটা বড় কথা নয়, বড় কথা, তিনি ছিলেন মদ্যপ। চুর ছিলেন নেশায়। ক্যাটরিনা আবার তাঁর স্বামীর প্রাক্তন, কী ঘটেছিল তারপর?
সেই ঘটনাই ফাঁস করেছেন করণ জোহর। 'কফি উইদ করণ'-এর সেটে বলেছেন এমন কিছু কথা যা আগে কোনওদিনও কেউ জানতে পারেনি।
ঘটনাটি ঘটে গত বছর ডিসেম্বরে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে সে সময় বাজার গরম। বিয়ে আদৌ হচ্ছে কিনা তার আপডেট পেতে সচেষ্ট পাপারাৎজি।
হঠাৎই একদিন ওয়াইন খেয়ে নেশাগ্রস্ত হয়ে ভিকি ও ক্যাটরিনাকে ফোন করেন আলিয়া ও করণ। করণের কথায়, "আমরা ওঁদের বলি ক্যাটরিনা আমাদের কাছের। ওকে অনেকদিন থেকে চিনি। ভিকিকে অনেক পরে চিনেছি। তাই তোমাদের বিয়েতে আমরা দুজনেই খুব আবেগঘন হয়ে পড়েছি।"
প্রথমটা কী হচ্ছে বুঝতে পারেননি হবু দম্পতি। পরে যদিও ধন্যবাদ জানান দুজনকেই। গত বছর ডিসেম্বরে ধুমধাম করে বিয়ে হয় ভিক্যাটের। রাজস্থানে বসেছিল বিয়ের আসর। আজ তাঁরা হ্যাপিলি ম্যারেড।