New Film: অনেক হল প্রযোজনা, এবার নিজেই পরিচালনায় নাম লেখালেন এই প্রযোজক
Siya: মহিলাদের অত্যাচারের গল্প বলবে 'সিয়া'। প্রযোজনা করতে করতে এবার পরিচালনায় মন বসালেন মনীষ মুন্দ্রা।
Aug 04, 2022 | 9:00 AM
'মাসান', 'নিউটন', 'আখোঁ দেখি'র মতো ছবি প্রযোজনা করেছেন প্রযোজক মনীষ মুন্দ্রা।
এবার তিনি ছবি পরিচালনা করলেন। ছবির নাম 'সিয়া'। ছবি মুক্তি পাবে সেপ্টেম্বরে।
ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং।
বিনীতের সঙ্গে অভিনয় করেছেন পূজা পাণ্ডে।
ছোট শহরের এক মেয়ের গল্প 'সিয়া'। বিনীত বলেছেন, "বছরের পর-বছর মহিলাদের উপর হিংসা বেড়েই চলেছে। সেই গল্প নিয়েই আমাদের 'সিয়া'।"
পূজা বলেছেন, "দারুণ একটি গল্প। এই গল্প বলা দরকার।" বিনীত বলেছেন, "শক্তিশালী গল্প। সকলের নজর কাড়বে বলেই বিশ্বাস করি।