Anupamaa: রোহিত সেনের হিন্দি সংস্করণ ‘অনুজ’-এর চরিত্রে অভিনয়ের অফার ফিরিয়ে দেন এই ৪ নামজাদা অভিনেতা!

এখানে যেমন রোহিত সেন ওদিকে অনুজ, অথচ জানেন এই অনুজের চরিত্রে অভিনয় করতেই সটান না বলে দিয়েছিলেন বিখ্যাত ৪ হিন্দি টেলি তারকা। তাঁরা কারা? দেখে নেওয়া যাক...।

| Edited By: | Updated on: Jan 03, 2022 | 9:49 AM
রোহিত সেনের মৃত্যুর ধাক্কায় আপনি কি এখনও মনমরা? শ্রীময়ী শেষ হলেও ক্যাথারসিসের রেশ রয়ে গিয়েছে। 'অনুপমা'ই হতে পারে এখন আপনার একমাত্র সঙ্গী। অনুপমা অর্থাৎ শ্রীময়ী-র হিন্দি সংস্করণ। এখানে যেমন রোহিত সেন ওদিকে অনুজ, অথচ জানেন এই অনুজের চরিত্রে অভিনয় করতেই সটান না বলে দিয়েছিলেন বিখ্যাত ৪ হিন্দি টেলি তারকা। তাঁরা কারা? দেখে নেওয়া যাক...।

রোহিত সেনের মৃত্যুর ধাক্কায় আপনি কি এখনও মনমরা? শ্রীময়ী শেষ হলেও ক্যাথারসিসের রেশ রয়ে গিয়েছে। 'অনুপমা'ই হতে পারে এখন আপনার একমাত্র সঙ্গী। অনুপমা অর্থাৎ শ্রীময়ী-র হিন্দি সংস্করণ। এখানে যেমন রোহিত সেন ওদিকে অনুজ, অথচ জানেন এই অনুজের চরিত্রে অভিনয় করতেই সটান না বলে দিয়েছিলেন বিখ্যাত ৪ হিন্দি টেলি তারকা। তাঁরা কারা? দেখে নেওয়া যাক...।

1 / 6
শোনা যায় চরিত্রের সঙ্গে নিজকে মেলাতে না পারাতেই নাকি গুরমীত চৌধুরী অনুজের অফার বাতিল করে দেন।

শোনা যায় চরিত্রের সঙ্গে নিজকে মেলাতে না পারাতেই নাকি গুরমীত চৌধুরী অনুজের অফার বাতিল করে দেন।

2 / 6
ব্যক্তিগত কাজের জন্যই নাকি অনুজের চরিত্রে অভিনয় করতে পারেননি করণ পটেল।

ব্যক্তিগত কাজের জন্যই নাকি অনুজের চরিত্রে অভিনয় করতে পারেননি করণ পটেল।

3 / 6
আরহান বেহেলও এই অফার বাতিল করে দেন, কারণ সে সময় অন্য কাজে তিনি নাকি ব্যস্ত ছিলেন।

আরহান বেহেলও এই অফার বাতিল করে দেন, কারণ সে সময় অন্য কাজে তিনি নাকি ব্যস্ত ছিলেন।

4 / 6
অন্যদিকে আর ধারাবাহিকের কাজ না করে সিনেমায় কাজ করা ইচ্ছেতেই এই অফারে না করে দেন টেলি দুনিয়ার অন্যতম পরিচিত মুখ গৌতম গুলাঠি।

অন্যদিকে আর ধারাবাহিকের কাজ না করে সিনেমায় কাজ করা ইচ্ছেতেই এই অফারে না করে দেন টেলি দুনিয়ার অন্যতম পরিচিত মুখ গৌতম গুলাঠি।

5 / 6
যদিও এই মুহূর্তে অনুজের চরিত্রে গৌরব খান্নাকে বেশ ভালভাবেই মেনে নিয়েছেন দর্শক। অনুপমা ও অনুজ জুটি বেশ পছন্দ হয়েছে তাঁদের।

যদিও এই মুহূর্তে অনুজের চরিত্রে গৌরব খান্নাকে বেশ ভালভাবেই মেনে নিয়েছেন দর্শক। অনুপমা ও অনুজ জুটি বেশ পছন্দ হয়েছে তাঁদের।

6 / 6
Follow Us: