Astrological Predictions: পাঠান শাহরুখের ভাগ্য ফেরালেও চিন্তায় ফেলবে স্বাস্থ্য, জ্যোতিষবিদের সতর্কবার্তা

SRK: একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন কিং খান। বেশকিছু ছবির গায়ে ফ্লপের তকমা লাগলেও তাঁর রাজত্বে ফাটল ধরেনি কোনওদিন।

| Edited By: | Updated on: Oct 15, 2022 | 9:41 AM
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

1 / 5
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

2 / 5
এই সময়টা তাঁকে রীতিমত নাইট সিফট করতে হয়। সারা রাতের প্রস্তুতিতে বোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এই শুটিং। রবিবার দিন নেওয়া হয়েছিল বিশেষ অনুমতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।

এই সময়টা তাঁকে রীতিমত নাইট সিফট করতে হয়। সারা রাতের প্রস্তুতিতে বোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এই শুটিং। রবিবার দিন নেওয়া হয়েছিল বিশেষ অনুমতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।

3 / 5
বয়স হচ্ছে কিং খানের। যদিও শরীরচর্চায় কোনও কামতি রাখতে নারাজ তিনি। তবে চিন্তায় ভেঙেছে শরীর, পাশাপাশি বয়সের ভার তো রয়েছেই। যার ফলে এই ভবিষ্যতবাণী বেজায় চিন্তায় ফেলেদিল সকলকে।

বয়স হচ্ছে কিং খানের। যদিও শরীরচর্চায় কোনও কামতি রাখতে নারাজ তিনি। তবে চিন্তায় ভেঙেছে শরীর, পাশাপাশি বয়সের ভার তো রয়েছেই। যার ফলে এই ভবিষ্যতবাণী বেজায় চিন্তায় ফেলেদিল সকলকে।

4 / 5
তবে তার উত্তরে ছিল এমবাপেকে ঘিরে প্রশংসাও। তিনি জানান এমবাপের কড় টক্করও বেশ উপভোগ করার বিষয়। তবে এখানেই শেষ নয়, ভক্তদের আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিলেন এদিন শাহরুখ খান।

তবে তার উত্তরে ছিল এমবাপেকে ঘিরে প্রশংসাও। তিনি জানান এমবাপের কড় টক্করও বেশ উপভোগ করার বিষয়। তবে এখানেই শেষ নয়, ভক্তদের আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিলেন এদিন শাহরুখ খান।

5 / 5
Follow Us: