Awareness program: পথে-ঘাটে মহিলাদের সুরক্ষিত করতে উদ্যোগ, জেলাপ্রশাসনের তরফে চালু হল সচেতনতা অনুষ্ঠান

Balurghat: সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার ও ট্রাফিক।

| Updated on: Dec 15, 2021 | 7:30 PM
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে নাবালিকা ও অভিভাবকদের নিয়ে নানারকম সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হল।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে নাবালিকা ও অভিভাবকদের নিয়ে নানারকম সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হল।

1 / 5
বুধবার দুপুরে বালুরঘাট শহরের দিশারী ক্লাবের একটি কক্ষে ওই এলাকার আশেপাশের শিশু ও মহিলাদের নিয়ে সাইবার ক্রাইম, চাইল্ড কেয়ার প্রটেক্ট এবং সেভ ড্রাইভ সেফ লাইফ সহ নানারকম পরামর্শ ও সচেতনতামূলক প্রচার চালানো হয়।

বুধবার দুপুরে বালুরঘাট শহরের দিশারী ক্লাবের একটি কক্ষে ওই এলাকার আশেপাশের শিশু ও মহিলাদের নিয়ে সাইবার ক্রাইম, চাইল্ড কেয়ার প্রটেক্ট এবং সেভ ড্রাইভ সেফ লাইফ সহ নানারকম পরামর্শ ও সচেতনতামূলক প্রচার চালানো হয়।

2 / 5
এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, ডিএসপি ডিইবি গৌরব ঘোষ এবং ট্রাফিক বাবুল হোসেন সহ অন্যান্য অফিসাররা।

এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, ডিএসপি ডিইবি গৌরব ঘোষ এবং ট্রাফিক বাবুল হোসেন সহ অন্যান্য অফিসাররা।

3 / 5
বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, আমরা শিশু ও অভিভাবকদের নিয়ে চাইল্ড কেয়ার প্রটেক্ট, সাইবার ক্রাইম, ট্রাফিক সহ  নানা বিষয়ে বিভিন্ন ধাপে ধাপে প্রচার চালানো হচ্ছে। আজকে দিশারি এলাকার শিশুদের নিয়ে এই কর্মসূচি হয়।

বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, আমরা শিশু ও অভিভাবকদের নিয়ে চাইল্ড কেয়ার প্রটেক্ট, সাইবার ক্রাইম, ট্রাফিক সহ নানা বিষয়ে বিভিন্ন ধাপে ধাপে প্রচার চালানো হচ্ছে। আজকে দিশারি এলাকার শিশুদের নিয়ে এই কর্মসূচি হয়।

4 / 5
আজ বলেও নয়, আগামীদিনেও এই অনুষ্ঠান কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।

আজ বলেও নয়, আগামীদিনেও এই অনুষ্ঠান কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।

5 / 5
Follow Us: