করিনা কাপুর খান। বলিপাড়ায় তাঁর প্রভাব যথেষ্ট। একদিনে খান-কাপুর পরিবারের সদস্য তিনি। অন্যদিকে আবার করণ জোহরেরও ঘনিষ্ঠ করিনা। এক সময় তাঁর প্রেম ছিল শাহিদ কাপুরের সঙ্গে। তাঁদের এক ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল হওয়া নিয়েও হয়েছিল হইচই। এ সবের কোপই কি গিয়ে পড়েছিল ববি দেওলের উপর? শাহিদের সঙ্গে করিনার মাখোমাখো প্রেমের কারণেই শেষ হয়ে যায় ববির কেরিয়ার? মুখ খুলেছিলেন ববি নিজেই।
বেশ কিছু বছর আগে এক সাক্ষাৎকারে ববি জানান, অষ্টবিনায়ক স্টুডিয়ো নামক এক প্রযোজনা সংস্থা ববি দেওলকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে। ববি তাঁদের ইমতিয়াজ আলিকে পরিচালক হিসেবে নাম সুপারিশ করেন। কিন্তু সেই প্রযোজনা সংস্থা রাজি হয়নি। জানিয়েছিল, ইমতিয়াজের ছবি তৈরিতে নাকি অনেক খরচ।
ববি প্রস্তাব দেন করিনা কাপুরকে যেন তাঁর বিপরীতে নেওয়া হয়। এর আগে বেবোর সঙ্গে আজনবিতে কাজ করেছিলেন ববি। করিনা ছিল তাঁর বেশ পছন্দের। কিন্তু করিনা নাকি ইমতিয়াজের কথা শুনে প্রথমটায় না করে দেন। ববি এর পর প্রীতির নাম সুপারিশ করেন। কিন্তু প্রীতিও নাকি জানান, ছ'মাসের বেশি ডেট তিনি কোনওভাবেই দিতে পারবেন না। প্রজেক্ট আটকে যায়।
ববির কথায়, "দিন কেটে যায়। অষ্ট বিনায়ক এ নিয়ে আর কিছু উচ্চবাচ্য করে না।" হঠাৎ করেই তিনি নাকি শুনতে পান ওই সংস্থা ছবি প্রযোজনা করছেন। পরিচালক হিসেবে নেওয়া হয়েছে ইমতিয়াজ আলিকেই। কিন্তু এ কী! অবাক হয়ে যান ববি।
নায়কের ভূমিকায় তিনি বাদ। করিনা ইমতিয়াজের ছবিতে নায়িকা হলেও নায়ক হিসেবে নেওয়া হয়েছে তাঁর তখনকার প্রেমিক শাহিদ কাপুরকে। করিনাই নাকি প্রেমিককে নেওয়া জন্য জোর দিয়েছিলেন বলে জানান ববি। তিনি ভেঙে পড়েছিলেন। যে পরিচালকের কথা তিনি নিজেই প্রস্তাবিত করেছিলেন সেই পরিচালক তাঁকেই বাদ দিয়েছিলেন শুনে খারাপ লেগেছিল তাঁর।
তবে নিজের কাছে সেদিনই এক প্রতিজ্ঞা করেন ববি। সে কথা পরবর্তীতে জানিয়েওছিলেন ইমতিয়াজ আলিকে। জানিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত ইমতিয়াজ তাঁকে কোনও ছবিতে কাস্ট করবেন ততক্ষণ তাঁর কোনও ছবি তিনি দেখবেন না। যে ছবিতে শাহিদ-করিনা কাজ করেছিলেন সেই ছবি বলিউডের অন্যতম সাফল্য পাওয়া প্রেমের ছবি 'যব উই মেট'।
ছবির গান আজও লোকের মুখে মুখে। গীতকে লোক আজও ভোলেনি। যদিও শাহিদ-করিনা আলাদা হয়ে যান ওই ছবি চলাকালীনই। ববিকে পড়তে হয়েছিল 'ফেভারিটিজম'-এর রোষে। শাহিদ-করিনার ব্রেক আপ নিয়ে তাই ববি ভক্তদের কটাক্ষ-- 'একেই বোধহয় কর্ম বলে'!