কলকাতা হাইকোর্টে এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলা (ফাইল ছবি)
শনিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দুই বিদ্যুৎ সংস্থার আবেদন খারিজ করে বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে।
ফলে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিদ্যুৎ সংস্থাগুলির কর্মীদের কেন্দ্রীয় হারে প্রাপ্য বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো। হাইকোর্ট তার রায়ে স্পষ্ট করে দিয়েছে, সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ না দেওয়ার অজুহাত দিলেও তাদের ব্যালান্স সিট থেকে স্পষ্ট, দুই সংস্থা যথেষ্ট এই সময়ের মধ্যে আর্থিক লাভ করেছে।
কড়াকড়ি করছে বিদ্যুৎ মন্ত্রক (প্রতীকী ছবি)
সম্প্রতি মহার্ঘ ভাতা মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ দেওয়া যাচ্ছে না কেন? কেনই বা ডিএ দেওয়ার ভিত্তি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) মানা সম্ভব হচ্ছে না? হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এমনই কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।
যদিও এর আগেও একই প্রশ্নের সম্মুখীন একাধিকবার হতে হয়েছিল রাজ্য সরকারকে। এমনকী যে ট্রাইবুনালে যেখানে মূল ডিএ মামলার শুনানি হয়েছিল, সেখানেও একই ধরনের প্রশ্ন ওঠে। ডিএ বা মহার্ঘ ভাতা যে সরকারি কর্মীদের প্রাপ্য সেখানেই উল্লেখ করা হয়।
বেতন বাড়ছে কর্মীদের (ফাইল ছবি)