COVID-19: রোজ এক গ্লাস করে রেড ওয়াইন খেলে করোনা ধারেকাছে ঘেঁষবে না! দাবি নয়া সমীক্ষার
Red Wine Effects: করোনা অতিমারি পরিস্থিতির মধ্য়েই সম্প্রতি মার্কিন দেশের ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত এক সায়েন্স জার্নালের নয়া সমীক্ষায় বলা হয়েছে, যাঁরা সপ্তাহে এক থেকে পাঁচ গ্লাসের বেশি রেড ওয়াইন খান, তাঁদের কোভিড ১৯ সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় ১০ থেকে ১৭ শতাংশ কমে যাবে।
Most Read Stories