উল্লেখ্য, রাজ্যে শহিদ সম্মান কর্মসূচি শুরু হওয়ার পরেই একের পর এক 'বাধার' সম্মুখীন হয়েছেন বিজেপি নেতৃত্ব। কিছুদিন আগেই উত্তরবঙ্গে কর্মসূচি পালন করতে গিয়ে আটক হন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও রাজ্য বিজেপির মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। সেইসময়, শান্তনু অভিযোগ করে বলেছিলেন, "রাজ্যে তালিবানি শাসন চলছে।" পরবর্তীতে, রাজ্য সরকারকে তালিবান শাসকের 'সমতুল্য' বলে নিশানা করেছেন একের পর এক বিজেপি নেতৃত্ব। রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের তীর্যক মন্তব্য, 'দিদিকে ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে'। অন্যদিকে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্য সরকার পুরো তালিবান ২'। ইতিমধ্যেই, নাম না করে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'লেডি তালিবান' বলে কটাক্ষ হেনে শাসক শিবিরের তোপের মুখে পড়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে সিপিএম-কংগ্রেসও।