Ranveer-Deepika: ১২ বছর পর নিজের বাড়ি, শুরু হল দীপবীরের ‘প্রাসাদ’-এর কাজ, দাম ১১৯ কোটি!

Ranveer-Deepika: ১২ বছর ধরে একটি স্বপ্ন দেখেছিলেন রণবীর সিং। ইচ্ছে ছিল নিজে এক বাড়ি তৈরি করবেন। অবশেষে সেই আশা পূর্ণ হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গী দীপিকা পাড়ুকোন

| Edited By: | Updated on: Feb 28, 2024 | 5:32 PM
২ বছর ধরে একটি স্বপ্ন দেখেছিলেন রণবীর সিং। ইচ্ছে ছিল নিজে এক বাড়ি তৈরি করবেন। অবশেষে সেই আশা  পূর্ণ হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গী দীপিকা পাড়ুকোন

২ বছর ধরে একটি স্বপ্ন দেখেছিলেন রণবীর সিং। ইচ্ছে ছিল নিজে এক বাড়ি তৈরি করবেন। অবশেষে সেই আশা পূর্ণ হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গী দীপিকা পাড়ুকোন

1 / 5
মুম্বইয়ের এক বিলাসবহুল আবাসনে এক সঙ্গে চারটি তলা কিনে নিয়েছেন ঐ সেলেব জুটি। অবশেষে কাজ শুরু হল তাঁদের নতুন ঠিকানার

মুম্বইয়ের এক বিলাসবহুল আবাসনে এক সঙ্গে চারটি তলা কিনে নিয়েছেন ঐ সেলেব জুটি। অবশেষে কাজ শুরু হল তাঁদের নতুন ঠিকানার

2 / 5
মুম্বইয়ের জুহু ও  বান্দ্রা অঞ্চলে নিজেদের বাড়ির জন্য গত তিন বছর ধরে হন্যে হয়ে খুঁজেছেন ওঁরা। কিন্তু কিছুই মনে ধরেনি এ যাবৎ। অবশেষে মনে ধরেছে তাঁদের।

মুম্বইয়ের জুহু ও বান্দ্রা অঞ্চলে নিজেদের বাড়ির জন্য গত তিন বছর ধরে হন্যে হয়ে খুঁজেছেন ওঁরা। কিন্তু কিছুই মনে ধরেনি এ যাবৎ। অবশেষে মনে ধরেছে তাঁদের।

3 / 5
দীপিকা ও রণবীরের ফ্ল্যাটের কাছেই শাহরুখে 'মন্নত', সলমনের খানের বাড়ি গ্যালাক্সিও খুব বেশি দেরি নয়। এমনই এক জায়গা তো খুঁজছিলেন তাঁরা?

দীপিকা ও রণবীরের ফ্ল্যাটের কাছেই শাহরুখে 'মন্নত', সলমনের খানের বাড়ি গ্যালাক্সিও খুব বেশি দেরি নয়। এমনই এক জায়গা তো খুঁজছিলেন তাঁরা?

4 / 5
 তবে বাড়ির দাম আকাশ ছোঁয়া। সূত্র বলছে বাড়ি বানাতে নাকি তাঁদের খরচ হবে প্রায় ১১৯ কোটি। চমকে গেলেন? হাজার হোক সেলিব্রিটি কাপল বলে কথা!

তবে বাড়ির দাম আকাশ ছোঁয়া। সূত্র বলছে বাড়ি বানাতে নাকি তাঁদের খরচ হবে প্রায় ১১৯ কোটি। চমকে গেলেন? হাজার হোক সেলিব্রিটি কাপল বলে কথা!

5 / 5
Follow Us: