Cristiano Ronaldo: সৌদিতে বান্ধবী, সন্তানদের নিয়ে মেলায় ঘুরতে গেলেন রোনাল্ডো
দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও আল নাসেরের হয়ে এখনও মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তারই মাঝে বান্ধবী, ছেলেমেয়েদের নিয়ে সিআর সেভেন বেরিয়ে পড়লেন রিয়াধ শহরটাকে এক্সপ্লোর করতে। রোনাল্ডোর পাঁচ সন্তানই খুব ছোট। কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্য থিম পার্কের চেয়ে ভালো কিছু হয় না। সন্তানরা যাতে নতুন শহরকে ভালোবেসে আপন করে নিতে পারে তাই রোনাল্ডো-জর্জিনা গেলেন থিম পার্কে।
Most Read Stories