Skin Care Tips: উজ্জ্বল ত্বকের জন্য কেবল ফেসিয়াল নয়, দিদিমার ঘরোয়া টোটকাই ভরসা

Skin Care At Home: সম্প্রতি ত্বক বিশেষজ্ঞ রশ্মি শেঠি তাঁর ইন্সটাগ্রামে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন। ত্বক, চুল ভাল রাখতে তিনি ভরসা করেন সেই টোটকাতেই

| Edited By: | Updated on: May 16, 2022 | 12:59 PM
ত্বক ভাল রাখতে এখন নানা রকম পরীক্ষা-নীরিক্ষা চালান সকলেই। ব্লিচ, ক্লিন-আপ থেকে ফেসিয়াল বাদ পড়েনা কিছুই। তবে জানেন কি ত্বককে গিনিপিক বানানোর কারণেই ত্বকের ক্ষতি হয় সবচাইতে বেশি? যে কোনও বাজার চলতি প্রোডাক্টের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ কেমিক্যালস। আর যা ত্বকের জন্য একরকম বিষ।

ত্বক ভাল রাখতে এখন নানা রকম পরীক্ষা-নীরিক্ষা চালান সকলেই। ব্লিচ, ক্লিন-আপ থেকে ফেসিয়াল বাদ পড়েনা কিছুই। তবে জানেন কি ত্বককে গিনিপিক বানানোর কারণেই ত্বকের ক্ষতি হয় সবচাইতে বেশি? যে কোনও বাজার চলতি প্রোডাক্টের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ কেমিক্যালস। আর যা ত্বকের জন্য একরকম বিষ।

1 / 5
বরং দিদিমাদের আমলে চলা ঘরোয়া টোটকা দই, চন্দনবাটা, মধু এসবই কাজে লাগান রূপচর্চায়। এতে ত্বক থাকবে ভাল।

বরং দিদিমাদের আমলে চলা ঘরোয়া টোটকা দই, চন্দনবাটা, মধু এসবই কাজে লাগান রূপচর্চায়। এতে ত্বক থাকবে ভাল।

2 / 5
দাগ-ছোপহীন ত্বকের জন্য চন্দন পাউডারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে লাগাতে পরামর্শ দিয়েছেন তিনি। এতে ত্বকের কোষও থাকে ঠান্ডা।

দাগ-ছোপহীন ত্বকের জন্য চন্দন পাউডারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে লাগাতে পরামর্শ দিয়েছেন তিনি। এতে ত্বকের কোষও থাকে ঠান্ডা।

3 / 5
নারকেলের দুধ ত্বকের জন্য খুব ভাল। নারকেলের দুধ আর কফি একসঙ্গে মিশিয়ে স্ক্রাব মিশিয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। দূর হয়ে যাবে দাগ-ছোপও

নারকেলের দুধ ত্বকের জন্য খুব ভাল। নারকেলের দুধ আর কফি একসঙ্গে মিশিয়ে স্ক্রাব মিশিয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। দূর হয়ে যাবে দাগ-ছোপও

4 / 5
কাঁচা দুধ আর কাঁচা হলুদের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান রোজ দিন। এতে ত্বক থাকবে কোমল। সেই সঙ্গে অক্সিজেন চলাচলও ভাল হয়।

কাঁচা দুধ আর কাঁচা হলুদের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান রোজ দিন। এতে ত্বক থাকবে কোমল। সেই সঙ্গে অক্সিজেন চলাচলও ভাল হয়।

5 / 5
Follow Us: