বিয়ে করেই জীবন কয়লা এই ৪ বাঙালি তারকা দম্পতির, শুভেচ্ছার পরিবর্তে এল অভিশাপ নেমে

Trolled and Controversial Marriages of 2023: বিয়ে পবিত্র বন্ধন। কিন্তু এই বিয়ে করতে গিয়ে যদি পাত্র-পাত্রী হয়ে ওঠেন কুৎসিত আলোচনার বিষয়, কিংবা হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের শিকার, তা হলে কেমন লাগে সেই বর-কণের? ২০২৩ সালে চলুন ফিরে দেখা যাক সেই চারটে বাঙালি 'তারকা' বিয়ে, যেখানে 'কটাক্ষ', 'নিন্দা' এবং 'বিতর্ক'ই ছিল কেন্দ্রবিন্দুতে। সেই সঙ্গে 'কেচ্ছা' ফাউ।

| Updated on: Dec 26, 2023 | 6:01 PM
২০২৩ সাল শুরু হতেই বিয়ের সানাই বেজে ওঠে টলিপাড়ায়। বাবা-মায়ের পছন্দে এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন সিরিয়াল অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখ ছাদনা তলায় বসেন রুশা। এবং কেবল তাই নয়, বিয়ের পর নিজের ১৩ বছরের অভিনয় কেরিয়ারকে আলবিদা বলেছেন অভিনেত্রী।

২০২৩ সাল শুরু হতেই বিয়ের সানাই বেজে ওঠে টলিপাড়ায়। বাবা-মায়ের পছন্দে এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন সিরিয়াল অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখ ছাদনা তলায় বসেন রুশা। এবং কেবল তাই নয়, বিয়ের পর নিজের ১৩ বছরের অভিনয় কেরিয়ারকে আলবিদা বলেছেন অভিনেত্রী।

1 / 8
সফ্টওয়্যার ইঞ্জিনিয়র অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করে সিয়াটেলে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এখানে 'নিন্দা' কোথায়? আছে। তা লুকিয়ে আছে অভিনেত্রীর স্বামীর চেহারায়। অনুরণ রুশার চেয়ে উচ্চতায় খাটো। এবং সেটাই নেট নাগরিকদের মাথা ব্যথার কারণ। স্বামীর হাইট তাঁর চেয়ে তুলনায় কম বলে প্রাক্তন অভিনেত্রীকে তুলোধনা করে নেটমহল। কী বিশ্রী তাই না!

সফ্টওয়্যার ইঞ্জিনিয়র অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করে সিয়াটেলে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এখানে 'নিন্দা' কোথায়? আছে। তা লুকিয়ে আছে অভিনেত্রীর স্বামীর চেহারায়। অনুরণ রুশার চেয়ে উচ্চতায় খাটো। এবং সেটাই নেট নাগরিকদের মাথা ব্যথার কারণ। স্বামীর হাইট তাঁর চেয়ে তুলনায় কম বলে প্রাক্তন অভিনেত্রীকে তুলোধনা করে নেটমহল। কী বিশ্রী তাই না!

2 / 8
জুলাই মাসে বিয়ের সানাই বেজে ওঠে দাস এবং সমাদ্দার পরিবারে। ২০২৩ সালের ৯ জুলাই বিয়ে করেন টলিপাড়ার ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

জুলাই মাসে বিয়ের সানাই বেজে ওঠে দাস এবং সমাদ্দার পরিবারে। ২০২৩ সালের ৯ জুলাই বিয়ে করেন টলিপাড়ার ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

3 / 8
বয়সে ১৪ বছরের বড় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে ভালবেসে বিয়ে করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। প্রথমত, বয়সে এত বড় এক পুরুষকে বিয়ে করার জন্য কটাক্ষই কটাক্ষ সহ্য করতে হয়েছে শ্রুতিকে। অসমবয়সি সম্পর্কের সমীকরণে লোকের মাথা ব্যথা থাকলেও, বিন্দাস ছিলেন স্বর্ণেন্দু এবং শ্রুতি। রুপোর গয়নায় সেজে বয়সে অনেক 'বড়' প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। এবং তাঁরা সুখে আছেন।

বয়সে ১৪ বছরের বড় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে ভালবেসে বিয়ে করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। প্রথমত, বয়সে এত বড় এক পুরুষকে বিয়ে করার জন্য কটাক্ষই কটাক্ষ সহ্য করতে হয়েছে শ্রুতিকে। অসমবয়সি সম্পর্কের সমীকরণে লোকের মাথা ব্যথা থাকলেও, বিন্দাস ছিলেন স্বর্ণেন্দু এবং শ্রুতি। রুপোর গয়নায় সেজে বয়সে অনেক 'বড়' প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। এবং তাঁরা সুখে আছেন।

4 / 8
এবার আসা যাক সবচেয়ে ট্রোলড এবং বিতর্কিত বিয়ের প্রসঙ্গে। হাজার-হাজার, লাখ-লাখ মেয়ের হৃদয় ভেঙে দিয়ে বিয়ে করলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বিয়ে করেছেন সমাজসেবী-গায়িকা পিয়া চট্টোপাধ্যায়কে। আর এটাই আসল ক্যাচ!

এবার আসা যাক সবচেয়ে ট্রোলড এবং বিতর্কিত বিয়ের প্রসঙ্গে। হাজার-হাজার, লাখ-লাখ মেয়ের হৃদয় ভেঙে দিয়ে বিয়ে করলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বিয়ে করেছেন সমাজসেবী-গায়িকা পিয়া চট্টোপাধ্যায়কে। আর এটাই আসল ক্যাচ!

5 / 8
পরম-পিয়া

পরম-পিয়া

6 / 8
বছরের শেষ ট্রোলড বিয়ে হয় ১৫ ডিসেম্বর। অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিকের। ট্রোলের বিষয় সৌরভের প্রাক্তনীরা। অভিনেত্রী অনিন্দিতা বসুকে ময়দানে মানানো হয়েছে অযাচিত ভাবে।

বছরের শেষ ট্রোলড বিয়ে হয় ১৫ ডিসেম্বর। অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিকের। ট্রোলের বিষয় সৌরভের প্রাক্তনীরা। অভিনেত্রী অনিন্দিতা বসুকে ময়দানে মানানো হয়েছে অযাচিত ভাবে।

7 / 8
অনিন্দিতার কী অপরাধ? কিছুই না। একটা সময় সৌরভকে ভালবেসে তিনি লিভ-ইন সম্পর্কে জড়িয়েছিলেন। এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা হয়ে ওঠে সৌরভ-দর্শনার বিয়ের মুহূর্তের টপিক। এ ছাড়াও দর্শনাকে নানা 'শুভাকাঙ্খী' সৌরভ সম্পর্কে সাবধান করে দিয়েছেন এবং তাঁকে 'ফালতু' ছেলে বলেও দাগিয়ে দিয়েছেন। তাতে সৌরভ TV9 বাংলাকে বলেছেন, "দর্শনার তো এখনও পর্যন্ত আমাকে ফালতু মনে হয়নি... হলে আপনাদের ও জানিয়ে দেবে নিজে থেকেই"।

অনিন্দিতার কী অপরাধ? কিছুই না। একটা সময় সৌরভকে ভালবেসে তিনি লিভ-ইন সম্পর্কে জড়িয়েছিলেন। এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা হয়ে ওঠে সৌরভ-দর্শনার বিয়ের মুহূর্তের টপিক। এ ছাড়াও দর্শনাকে নানা 'শুভাকাঙ্খী' সৌরভ সম্পর্কে সাবধান করে দিয়েছেন এবং তাঁকে 'ফালতু' ছেলে বলেও দাগিয়ে দিয়েছেন। তাতে সৌরভ TV9 বাংলাকে বলেছেন, "দর্শনার তো এখনও পর্যন্ত আমাকে ফালতু মনে হয়নি... হলে আপনাদের ও জানিয়ে দেবে নিজে থেকেই"।

8 / 8
Follow Us: