DIY Skin Toners: প্রাকৃতিকভাবে ত্বককে টোনড করতে বাড়িতেই বানান স্কিন টোনার! রইল ৬টি ঘরোয়া উপায়

বেসিক স্কিন টোনার হল তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকের সঠিক চিকিত্‍সা। ত্বকের উপরিভাগে জমাট বাধা ময়লা দূর করতে জলের মতো তরল জিনিস দিয়ে ত্বক পরিস্কার করা ও ত্বককে দ্রুত ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

| Edited By: | Updated on: Jan 05, 2022 | 1:39 PM
সুস্থ ও লাবণ্য বজায় রাখতে ত্বকের গোপন মন্ত্র হল স্কিন টোনার। বেসিক স্কিন টোনার হল তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকের সঠিক চিকিত্‍সা। ত্বকের উপরিভাগে জমাট বাধা ময়লা দূর করতে জলের মতো তরল জিনিস দিয়ে ত্বক পরিস্কার করা ও ত্বককে দ্রুত ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

সুস্থ ও লাবণ্য বজায় রাখতে ত্বকের গোপন মন্ত্র হল স্কিন টোনার। বেসিক স্কিন টোনার হল তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকের সঠিক চিকিত্‍সা। ত্বকের উপরিভাগে জমাট বাধা ময়লা দূর করতে জলের মতো তরল জিনিস দিয়ে ত্বক পরিস্কার করা ও ত্বককে দ্রুত ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

1 / 7
বাজারচলতি অ্যালকোহলযুক্ত টোনারের ব্যবহারের ফলে ত্বক কিছু সমস্যা তৈরি হয়। এছাড়া অ্যালকোহলমুক্ত জলভিত্তিক ফর্মুলেশনের কারণে ত্বক হালকা ও প্রশান্ত করে তোলে। সাধারণত টোনারের মধ্যে স্যালিসিলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারিন, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, গোলাপজল, উইচ হ্যাজেল উপাদান থাকে।

বাজারচলতি অ্যালকোহলযুক্ত টোনারের ব্যবহারের ফলে ত্বক কিছু সমস্যা তৈরি হয়। এছাড়া অ্যালকোহলমুক্ত জলভিত্তিক ফর্মুলেশনের কারণে ত্বক হালকা ও প্রশান্ত করে তোলে। সাধারণত টোনারের মধ্যে স্যালিসিলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারিন, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, গোলাপজল, উইচ হ্যাজেল উপাদান থাকে।

2 / 7
আইস কিউব- ত্বককে টোন করার জন্য সবচেয়ে সহজ ঘরোয়া সমাধান। একটি সুতির কাপড়ের মধ্যে একটি আইস কিউব মুড়ে নিয়ে গালে ও মুখের ত্বকের উপর আলতোভাবে ঘষুন। ত্বককে ঠাণ্ডা রাখতে, ব্রণের ব্রেকআউট প্রতিরোধ করতে, ত্বককে আরাম দিতে আইসকিউব ব্যবহার করুন। বরফজমা গোলাপজল ব্যবহার করতে পারেন।

আইস কিউব- ত্বককে টোন করার জন্য সবচেয়ে সহজ ঘরোয়া সমাধান। একটি সুতির কাপড়ের মধ্যে একটি আইস কিউব মুড়ে নিয়ে গালে ও মুখের ত্বকের উপর আলতোভাবে ঘষুন। ত্বককে ঠাণ্ডা রাখতে, ব্রণের ব্রেকআউট প্রতিরোধ করতে, ত্বককে আরাম দিতে আইসকিউব ব্যবহার করুন। বরফজমা গোলাপজল ব্যবহার করতে পারেন।

3 / 7
গোলাপজল ও ভিনিগার- ত্বকের মধ্যে টানটান ভাব আনতে ৪ টেবিল চামচ ভিনিগার ও ৪ টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিতে তুলোর বল ডুবিয়ে রাখুন। টোনার ব্যবহারের সময় এই তুলোর বল ব্যবহার করতে পারেন। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন।

গোলাপজল ও ভিনিগার- ত্বকের মধ্যে টানটান ভাব আনতে ৪ টেবিল চামচ ভিনিগার ও ৪ টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিতে তুলোর বল ডুবিয়ে রাখুন। টোনার ব্যবহারের সময় এই তুলোর বল ব্যবহার করতে পারেন। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন।

4 / 7
 দই ও শসার রস- শসা ত্বককে উজ্জ্বল রাখতে ও ত্বককে ময়েশ্চারাইজড করতে দই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুই প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য সেরা টোনার হিসেবে দারুণ কার্যকরী। একটি পাত্রের মধ্যে ১ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ শসার রস দিয়ে ব্লেন্ডে করে নিন। এবার মিশ্রণটি ত্বকের মধ্যে ব্যবহার করে ৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ত্বক পরিস্কার করে নিন।

দই ও শসার রস- শসা ত্বককে উজ্জ্বল রাখতে ও ত্বককে ময়েশ্চারাইজড করতে দই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুই প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য সেরা টোনার হিসেবে দারুণ কার্যকরী। একটি পাত্রের মধ্যে ১ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ শসার রস দিয়ে ব্লেন্ডে করে নিন। এবার মিশ্রণটি ত্বকের মধ্যে ব্যবহার করে ৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ত্বক পরিস্কার করে নিন।

5 / 7
বেসিল জল- তুলসির পাতা শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই নয়, সৌন্দর্য বজায় রাখার জন্যও ম্যাজিকের মতো কাজ করে। স্কিনটোনার হিসেবে ব্যবহার করার জন্য ১০-১৫টি তুলসি পাতা এক কাপ জলে ৫ মিনিটের দন্য ফুটিয়ে ছেঁকে নিন। এবার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তুলসীর জলঠাণ্ডা করে মুখে টোনার হিসেবে ব্যবহা করতে পারেন।

বেসিল জল- তুলসির পাতা শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই নয়, সৌন্দর্য বজায় রাখার জন্যও ম্যাজিকের মতো কাজ করে। স্কিনটোনার হিসেবে ব্যবহার করার জন্য ১০-১৫টি তুলসি পাতা এক কাপ জলে ৫ মিনিটের দন্য ফুটিয়ে ছেঁকে নিন। এবার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তুলসীর জলঠাণ্ডা করে মুখে টোনার হিসেবে ব্যবহা করতে পারেন।

6 / 7
লেবুর রস- লেবু হল প্রাকৃতিক ভাবে ব্লিচিং এজেন্ট। ত্বককে দারুণভাবে টোনিং করতে লেবুর রসের বিকল্প নেই। সরাসরি লেবুর রসে মুখে লাগিয়ে টোনড করতে পারেন। তবে সংবেদনশীল ত্বক হলে তাতে জল দিয়ে পাতলা করে তারপর ত্বকের উপর প্রয়োগ করুন। ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বককে সুস্থা ও উজ্জ্বল করে তোলে।

লেবুর রস- লেবু হল প্রাকৃতিক ভাবে ব্লিচিং এজেন্ট। ত্বককে দারুণভাবে টোনিং করতে লেবুর রসের বিকল্প নেই। সরাসরি লেবুর রসে মুখে লাগিয়ে টোনড করতে পারেন। তবে সংবেদনশীল ত্বক হলে তাতে জল দিয়ে পাতলা করে তারপর ত্বকের উপর প্রয়োগ করুন। ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বককে সুস্থা ও উজ্জ্বল করে তোলে।

7 / 7
Follow Us: