Gastric Problems: গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে খাবার খাওয়ার সময়য় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?

বেশিরভাগ মানুষই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। এ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। তবে খাবার গ্রহণের আগে কিছু নিয়ম মেনে চললে গ্যাস্ট্রিক থেকে বাঁচা যায়...

| Edited By: | Updated on: Jan 05, 2022 | 11:25 AM
পরিপাক হল একটি বিশেষ প্রক্রিয়া, যেখানে শরীর খাবার থেকে পুষ্টি গ্রহণ করে। যদি হজমে গণ্ডগোল হয়, পরিপূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে শরীর।

পরিপাক হল একটি বিশেষ প্রক্রিয়া, যেখানে শরীর খাবার থেকে পুষ্টি গ্রহণ করে। যদি হজমে গণ্ডগোল হয়, পরিপূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে শরীর।

1 / 6
ভাল হজমের জন্য যথেষ্ট পরিমাণ জল পান করতে হবে। যত বেশি জল খাবেন, তত সুগম হবে বর্জ্য নিষ্কাশনের প্রক্রিয়া।

ভাল হজমের জন্য যথেষ্ট পরিমাণ জল পান করতে হবে। যত বেশি জল খাবেন, তত সুগম হবে বর্জ্য নিষ্কাশনের প্রক্রিয়া।

2 / 6
ভাজাপোড়া খাবারের বদলে ডায়েটে রাখুন চর্বিহীন মাংস, মাছ, মাঠা তোলা বা স্বল্প মাঠাসহ দুধ এবং গ্রিল করা খাবার।

ভাজাপোড়া খাবারের বদলে ডায়েটে রাখুন চর্বিহীন মাংস, মাছ, মাঠা তোলা বা স্বল্প মাঠাসহ দুধ এবং গ্রিল করা খাবার।

3 / 6
হজমের সুস্থতার জন্য প্রোবায়োটিক জরুরি। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস, ট্র্যাভেলর্স ডায়রিয়ার মতো সমস্যাতেও দরকার প্রোবায়োটিক। টকদইয়ের মতো প্রোবায়োটিক কমই আছে। তাই বেশি করে টকদই খান।

হজমের সুস্থতার জন্য প্রোবায়োটিক জরুরি। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস, ট্র্যাভেলর্স ডায়রিয়ার মতো সমস্যাতেও দরকার প্রোবায়োটিক। টকদইয়ের মতো প্রোবায়োটিক কমই আছে। তাই বেশি করে টকদই খান।

4 / 6
আপনার যদি পেটের সমস্যায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ডায়েট থেকে মশলা যতটা সম্ভব বাদ দিতে হবে।

আপনার যদি পেটের সমস্যায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ডায়েট থেকে মশলা যতটা সম্ভব বাদ দিতে হবে।

5 / 6
চিপস, বার্গারের মতো ভাজাভুজি খাবার হজম করা কঠিন। এর থেকে পেটব্যথা, গলা-বুক জ্বালার মতো সমস্যা হতে পারে।

চিপস, বার্গারের মতো ভাজাভুজি খাবার হজম করা কঠিন। এর থেকে পেটব্যথা, গলা-বুক জ্বালার মতো সমস্যা হতে পারে।

6 / 6
Follow Us: