Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sawan Month 2023: অল্পতেই সন্তুষ্ট, তবুও শ্রাবণ মাসে এই ৫ ভুল করবেন না! মহাদেবের রুদ্ররূপে ছাড়খার হতে পারে জীবন

Shiv Puja Rules: মহাদেব অল্পতেই সন্তুষ্ট, এই সময়কালে এক কলস জল বা বেলপাতা দিলেও খুশি হন মহাদেব। তবে এই সময়ে বেশ কিছু জিনিস রয়েছে, যা একেবারেই এড়িয়ে চলা উচিত। শ্রাবণ মাসে এমন কিছু করবেন না যাতে মহাদেব ক্রুদ্ধ হোন।

| Edited By: | Updated on: Jul 01, 2023 | 3:31 PM
শ্রাবণ মাস শুরু মানেই পোয়া বারো শিবভক্তদের । মহাদেবকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে এই মাসের প্রতি সোমবার শিবের নামে ব্রত ও উপবাস রাখে ভক্তরা। শ্রাবণ মাস শিবক্তদের কাছে কোনও উত্‍সবের চেয়ে কোনও অংশে কম নয়।

শ্রাবণ মাস শুরু মানেই পোয়া বারো শিবভক্তদের । মহাদেবকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে এই মাসের প্রতি সোমবার শিবের নামে ব্রত ও উপবাস রাখে ভক্তরা। শ্রাবণ মাস শিবক্তদের কাছে কোনও উত্‍সবের চেয়ে কোনও অংশে কম নয়।

1 / 8
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে শিবের প্রিয় মাস। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময়কালে শিবকে তুষ্ট করতে ভক্তরা জলাভিষে করেন। দুধ দিয়ে দুধ অভিষেক, রুদ্রাভিষেক করে আশীর্বাদের জন্য ব্রতপালন করে থাকেন।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে শিবের প্রিয় মাস। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময়কালে শিবকে তুষ্ট করতে ভক্তরা জলাভিষে করেন। দুধ দিয়ে দুধ অভিষেক, রুদ্রাভিষেক করে আশীর্বাদের জন্য ব্রতপালন করে থাকেন।

2 / 8
তবে মহাদেব অল্পতেই সন্তুষ্ট, এই সময়কালে এক কলস জল বা বেলপাতা দিলেও খুশি হন মহাদেব। তবে এই সময়ে বেশ কিছু জিনিস রয়েছে, যা একেবারেই এড়িয়ে চলা উচিত। শ্রাবণ মাসে এমন কিছু করবেন না যাতে মহাদেব ক্রুদ্ধ হোন। আর আদিদেব রেগে গেলে ভক্তদের জীবনে ঘনিয়ে আসে সমস্যার কালো মেঘ।

তবে মহাদেব অল্পতেই সন্তুষ্ট, এই সময়কালে এক কলস জল বা বেলপাতা দিলেও খুশি হন মহাদেব। তবে এই সময়ে বেশ কিছু জিনিস রয়েছে, যা একেবারেই এড়িয়ে চলা উচিত। শ্রাবণ মাসে এমন কিছু করবেন না যাতে মহাদেব ক্রুদ্ধ হোন। আর আদিদেব রেগে গেলে ভক্তদের জীবনে ঘনিয়ে আসে সমস্যার কালো মেঘ।

3 / 8
১. শ্রাবণ মাসে ভুলেও মদ ও মাংস বা অ্যালকোহল জাতীয় পানীয় খাবেন না। এই সময় এই দুটি জিনিস সেবন করলে শিবপুজোর ফল লাভ করবেন না। এছাড়া এই সময় রসুন, পেঁয়াজ, বেগুন খাওয়া থেকে বিরত থাকুন।

১. শ্রাবণ মাসে ভুলেও মদ ও মাংস বা অ্যালকোহল জাতীয় পানীয় খাবেন না। এই সময় এই দুটি জিনিস সেবন করলে শিবপুজোর ফল লাভ করবেন না। এছাড়া এই সময় রসুন, পেঁয়াজ, বেগুন খাওয়া থেকে বিরত থাকুন।

4 / 8
২. ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসে কোনও ব্যক্তির শরীরে তেল মাখানো উচিত নয়। পবিত্র শ্রাবণ মাসে তেল দান করা শুভ বলে মনে করা হয়।

২. ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসে কোনও ব্যক্তির শরীরে তেল মাখানো উচিত নয়। পবিত্র শ্রাবণ মাসে তেল দান করা শুভ বলে মনে করা হয়।

5 / 8
৩. প্রচলিত বিশ্বাস অনুসারে, পবিত্র শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গে দুধ নিবেদন করা হয়, তাহলে ভক্তরা যাতে ভুল করেও দুধ খাওয়া উচিত নয়।

৩. প্রচলিত বিশ্বাস অনুসারে, পবিত্র শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গে দুধ নিবেদন করা হয়, তাহলে ভক্তরা যাতে ভুল করেও দুধ খাওয়া উচিত নয়।

6 / 8
৪. ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও কোনও ব্যক্তির অসম্মান করা উচিত নয়। কারওর মনে নেতিবাচক চিন্তাভাবনাও আনা উচিত নয়। এছাড়াও, গালিগালাজ বা বাজে শব্দ ব্যবহার করা উচিত নয়। এতে মহাদেবের আরাধনার পূর্ণ ফল পাওয়া যায় না।

৪. ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও কোনও ব্যক্তির অসম্মান করা উচিত নয়। কারওর মনে নেতিবাচক চিন্তাভাবনাও আনা উচিত নয়। এছাড়াও, গালিগালাজ বা বাজে শব্দ ব্যবহার করা উচিত নয়। এতে মহাদেবের আরাধনার পূর্ণ ফল পাওয়া যায় না।

7 / 8
৫. পবিত্র শ্রাবণ মাসে, আরামদায়ক বিছানায় নয়, বরং মাটিতে শুয়ে ঘুমানো উচিত। এমনকি দিনের বেলাও ঘুমতে যাওয়া এড়ানো উচিত। বিশ্বাস করা হয়, এই শ্রাবণ মাসে শিবের নামে উপবাস রাখলে সারাদিনে মাত্র একবারই ঘুমানো উচিত। বাকি সময়টা শিবের বন্দনা ও ব্রতপাঠ করে মগ্ন থাকাই নিয়ম।

৫. পবিত্র শ্রাবণ মাসে, আরামদায়ক বিছানায় নয়, বরং মাটিতে শুয়ে ঘুমানো উচিত। এমনকি দিনের বেলাও ঘুমতে যাওয়া এড়ানো উচিত। বিশ্বাস করা হয়, এই শ্রাবণ মাসে শিবের নামে উপবাস রাখলে সারাদিনে মাত্র একবারই ঘুমানো উচিত। বাকি সময়টা শিবের বন্দনা ও ব্রতপাঠ করে মগ্ন থাকাই নিয়ম।

8 / 8
Follow Us: