Property Rules: শ্বশুর বাড়ির সম্পত্তিতে জামাইয়ের কতটা অধিকার জানেন?

Property Rules: জামাইকে সর্বস্ব দিয়ে আপ্যায়ন করা হয়। কিন্তু প্রশ্ন হল যে জামাইয়ের সমাজে এত কদর, তাঁকে নিয়ে আইন কী বলছে?

| Updated on: Jan 31, 2025 | 7:18 PM
বাংলায় গান আছে, 'বলি ও ননদি, আর দু'মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এল বাড়িতে।' ভারতীয় সংস্কৃতি অনুসারে জামাইদের আলাদাই কদর রয়েছে। জামাই বাড়িতে এলে আজও বাড়ির সকলে উঠে পড়ে লাগেন তাঁর যত্ন আত্তিতে, এই চিত্র আমাদের সকলের কাছেই অতি পরিচিত।

বাংলায় গান আছে, 'বলি ও ননদি, আর দু'মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এল বাড়িতে।' ভারতীয় সংস্কৃতি অনুসারে জামাইদের আলাদাই কদর রয়েছে। জামাই বাড়িতে এলে আজও বাড়ির সকলে উঠে পড়ে লাগেন তাঁর যত্ন আত্তিতে, এই চিত্র আমাদের সকলের কাছেই অতি পরিচিত।

1 / 8
জামাইকে সর্বস্ব দিয়ে আপ্যায়ন করা হয়। কিন্তু প্রশ্ন হল যে জামাইয়ের সমাজে এত কদর, তাঁকে নিয়ে আইন কী বলছে? আচ্ছা কোনও জামাই কি শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগীদার হতে পারেন? ডিভোর্স হলে স্বামীর সম্পত্তির অর্ধেকের উপর দাবি জানাতে পারেন মহিলারা। জামাইদের ক্ষেত্রেও কি এমন কোনও নিয়ম আছে?

জামাইকে সর্বস্ব দিয়ে আপ্যায়ন করা হয়। কিন্তু প্রশ্ন হল যে জামাইয়ের সমাজে এত কদর, তাঁকে নিয়ে আইন কী বলছে? আচ্ছা কোনও জামাই কি শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগীদার হতে পারেন? ডিভোর্স হলে স্বামীর সম্পত্তির অর্ধেকের উপর দাবি জানাতে পারেন মহিলারা। জামাইদের ক্ষেত্রেও কি এমন কোনও নিয়ম আছে?

2 / 8
সম্প্রতি, মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন সময়ে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারক। ঘটনাটির অকুস্থল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপালের বাসিন্দা দিলীপ থাকতেন তাঁর শ্বশুর বাড়িতেই।

সম্প্রতি, মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন সময়ে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারক। ঘটনাটির অকুস্থল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপালের বাসিন্দা দিলীপ থাকতেন তাঁর শ্বশুর বাড়িতেই।

3 / 8
কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মনমালিন্য হওয়ায় তাঁকে বাড়ি খালি করে দিতে বলেন শ্বশুর বাড়ির লোকজন। খালি করতেই বললেই আর শুনছে কে? উলটে শ্বশুর বাড়ির উপরেই অধিকার দাবি করে বসেন তিনি।

কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মনমালিন্য হওয়ায় তাঁকে বাড়ি খালি করে দিতে বলেন শ্বশুর বাড়ির লোকজন। খালি করতেই বললেই আর শুনছে কে? উলটে শ্বশুর বাড়ির উপরেই অধিকার দাবি করে বসেন তিনি।

4 / 8
এমতাবস্থায় আদালতের শরণাপন্ন হন বৃদ্ধ শাশুড়ি। উচ্ছেদের আবেদন জানিয়ে এসডিএম আদালতে মামলা করেন শ্বশুরবাড়ির লোকজন। আদালত শ্বশুরবাড়ির লোকজনের আবেদনে সাড়া দিয়ে বাড়ি খালি করার নির্দেশ দেয়।

এমতাবস্থায় আদালতের শরণাপন্ন হন বৃদ্ধ শাশুড়ি। উচ্ছেদের আবেদন জানিয়ে এসডিএম আদালতে মামলা করেন শ্বশুরবাড়ির লোকজন। আদালত শ্বশুরবাড়ির লোকজনের আবেদনে সাড়া দিয়ে বাড়ি খালি করার নির্দেশ দেয়।

5 / 8
তাতেও থেমে থাকেননি দিলীপ। সোজা চলে যান ভোপালের কালেক্টরের কাছে। বাড়ির উপর দাবি জানিয়ে আবেদন করেন। কিন্তু সেখান থেকেও কপালে জোটেনি কিছুই।

তাতেও থেমে থাকেননি দিলীপ। সোজা চলে যান ভোপালের কালেক্টরের কাছে। বাড়ির উপর দাবি জানিয়ে আবেদন করেন। কিন্তু সেখান থেকেও কপালে জোটেনি কিছুই।

6 / 8
এরপর হাইকোর্টে আপিল করেন জামাই। তিনি জানান, বাড়ি নির্মাণের জন্য ১০ লাখ টাকা দিয়েছেন, তাহলে এখন কেন তাঁকে বাড়ি খালি করতে বলা হচ্ছে? এর পরেই নিজের পর্যবেক্ষণ জানায় ভোপাল হাইকোর্ট।

এরপর হাইকোর্টে আপিল করেন জামাই। তিনি জানান, বাড়ি নির্মাণের জন্য ১০ লাখ টাকা দিয়েছেন, তাহলে এখন কেন তাঁকে বাড়ি খালি করতে বলা হচ্ছে? এর পরেই নিজের পর্যবেক্ষণ জানায় ভোপাল হাইকোর্ট।

7 / 8
আদালত জানায় দিলীপকে কেবল তার শ্বশুর বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল।তিনি বাড়িটিকে নিজের বলে দাবি করতে পারেন না। শ্বশুরবাড়ির লোকেরা জামাইয়ের নামে সম্পত্তি কিনলে, তার উপর তার অধিকার দাবি করতে পারে কিন্তু যদি তাকে শুধুমাত্র সম্পত্তিতে বসবাসের অনুমতি দেওয়া হয় তবে সেই সম্পত্তিতে তার অধিকার দাবি করতে পারে না।এই বিষয়ে টিভি৯ বাংলা ডিজিটাল যোগাযোগ করে আইনজীবি অসিত বরন রাউতের সঙ্গে। তিনি বলেন, "ভারতীয় আইন অনুসারে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে জামাইয়ের কোনও অধিকার থাকে না। তবে স্বামীর অবর্তমানে বউমা শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ পেতে পারেন।"

আদালত জানায় দিলীপকে কেবল তার শ্বশুর বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল।তিনি বাড়িটিকে নিজের বলে দাবি করতে পারেন না। শ্বশুরবাড়ির লোকেরা জামাইয়ের নামে সম্পত্তি কিনলে, তার উপর তার অধিকার দাবি করতে পারে কিন্তু যদি তাকে শুধুমাত্র সম্পত্তিতে বসবাসের অনুমতি দেওয়া হয় তবে সেই সম্পত্তিতে তার অধিকার দাবি করতে পারে না।এই বিষয়ে টিভি৯ বাংলা ডিজিটাল যোগাযোগ করে আইনজীবি অসিত বরন রাউতের সঙ্গে। তিনি বলেন, "ভারতীয় আইন অনুসারে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে জামাইয়ের কোনও অধিকার থাকে না। তবে স্বামীর অবর্তমানে বউমা শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ পেতে পারেন।"

8 / 8
Follow Us: