AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drinking Beer: নিয়মিত বিয়ার পান করা নাকি দুধ খাওয়ার থেকেও ভাল, এমনই বলছে বিভিন্ন গবেষণা…

প্রতি দিন বিয়ার পান কি ভাল? শরীরের কোনও ক্ষতি হচ্ছে কি না জানেন কি? বিভিন্ন সময় দেখা গিয়েছে, নিয়মিত অ্যালকোহল পানে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিয়ারেও কি তাই হয়?

| Edited By: | Updated on: Jan 17, 2022 | 10:49 AM
Share
বিয়ারের মধ্যে থাকে ভিটামিন বি। থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট। থাকে ফসফরাস, ফোলেট। এছাড়াও কিছু ভাল ব্যাকটেরিয়া।

বিয়ারের মধ্যে থাকে ভিটামিন বি। থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট। থাকে ফসফরাস, ফোলেট। এছাড়াও কিছু ভাল ব্যাকটেরিয়া।

1 / 6
হার্টের কাজ ভাল হয় নিয়মিত বিয়ার  খেলে। তবে পরিমিত মাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে ১৩.৫ আউন্স বিয়ার নিরাপদ।

হার্টের কাজ ভাল হয় নিয়মিত বিয়ার খেলে। তবে পরিমিত মাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে ১৩.৫ আউন্স বিয়ার নিরাপদ।

2 / 6
পরিমিত বিয়ার খেলে কমে ডায়াবিটিসের ঝুঁকি। পরিমিত বিয়ার পানে ২১ শতাংশ পর্যন্ত কমে ডায়াবিটিসের সম্ভাবনা।

পরিমিত বিয়ার খেলে কমে ডায়াবিটিসের ঝুঁকি। পরিমিত বিয়ার পানে ২১ শতাংশ পর্যন্ত কমে ডায়াবিটিসের সম্ভাবনা।

3 / 6
বিয়ার দুধের থেকেও ভাল। বিশেষজ্ঞদের মতে বিয়ার হাড়ের ঘনত্ব বাড়ায়। বিশেষত পুরুষদের ক্ষেত্রে। সেই সঙ্গে জয়েন্ট পেইন, হাড়ের গঠন এসবেও ভূমিকা আছে বিয়ারের।

বিয়ার দুধের থেকেও ভাল। বিশেষজ্ঞদের মতে বিয়ার হাড়ের ঘনত্ব বাড়ায়। বিশেষত পুরুষদের ক্ষেত্রে। সেই সঙ্গে জয়েন্ট পেইন, হাড়ের গঠন এসবেও ভূমিকা আছে বিয়ারের।

4 / 6
বিয়ারে অ্যালকোহলের মাত্রা ৫ থেকে ৭ শতাংশ কম থাকে। সঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রভূত খনিজ উপাদান। যা খারাপ কোলস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

বিয়ারে অ্যালকোহলের মাত্রা ৫ থেকে ৭ শতাংশ কম থাকে। সঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রভূত খনিজ উপাদান। যা খারাপ কোলস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

5 / 6
মহিলাদের জন্য একগ্লাস এবং পুরুষদের জন্য দু'গ্লাস পানীয় স্বাস্থ্যকর। তবে রোগ ব্যাধি থাকলে এটাও এড়িয়ে যাওয়া উচিত। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

মহিলাদের জন্য একগ্লাস এবং পুরুষদের জন্য দু'গ্লাস পানীয় স্বাস্থ্যকর। তবে রোগ ব্যাধি থাকলে এটাও এড়িয়ে যাওয়া উচিত। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

6 / 6