Durga Puja 2023: কোন হাতে কোন অস্ত্র? দশভুজার অস্ত্রের গুরুত্ব ও তাত্পর্য জানেন না অনেকেই
Mythology: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে শারদীয়া দুর্গাপুজো। মহালয়ায় অবসান ঘটে পিতৃপক্ষের। সূচনা হয় দেবীপক্ষের। হিন্দুধর্মে দুর্গাকে শক্তির দেবী তথা আদ্যাশক্তি হিসেবে পূজিত করা হয়। অশুভ শক্তিকে বিনাশ করে গোটা বিশ্বকে রক্ষা করেন। অসুরদের বিনাশ করার জন্যই দেবী মহামায়া আবির্ভূতা হয়েছিলেন। দেবী দুর্গা সিংহে চেপে মর্ত্যে আগমন করেন। রয়েছে ৮টি হাত। তাই জন্য দেবীকে কখনও অষ্টভুজাধারী ও মহিষাসুরমর্দিনীও বলা হয়ে থাকে।
Most Read Stories