Emami East Bengal: করোনামুক্ত হয়ে অনুশীলনে যোগ কনস্ট্যান্টাইনের
করোনামুক্ত হয়ে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। প্রথম দিনই ব্রিটিশ কোচের কড়া অনুশীলন। ২ ঘণ্টার অনুশীলনে ফুটবলারদের নিংড়ে নিলেন স্টিফেন। বৃষ্টির মধ্যেও চলল অনুশীলন। ফুটবলারদের ফিটনেসে বিশেষ জোর। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন অঙ্কিত, সুহেরের। ফিট হতে এলিয়ান্দ্রোকে কড়া দাওয়াই।
Most Read Stories