Ajwain Health Benefits: খরচা না করেই ওজন কমাতে চান? হাতের সামনে জোয়ান থাকতে চিন্তা কি!

health benefits of ajwain: বহু বছর ধরে রান্নাঘরে জোয়ান ব্যবহার করা হচ্ছে। গ্যাস, পেটে ব্যথা, বদহজমের মত সমস্যায় খুবই কার্যকরী এই জোয়ান। একই সঙ্গে পেটের মেদ ঝরাতেও কাজে আসে জোয়ান। শুধু তাই নয়, পেটের অনেক রোগ থেকেও মুক্তি দেয় এই জোয়ান। হজম হয়নি? একটু জোয়ান জল খেলে সঙ্গে সঙ্গেই কাজ হবে

| Edited By: | Updated on: Jan 19, 2024 | 8:48 AM
ওজন কমানোর প্রতিশ্রুতি এখন অধিকাংশ মানুষের মনে। ওজন বেড়ে যাওয়ার মূল কারণ হল একটানা বসে কাজ। শরীরচর্চা কিংবা হাঁটাহাঁটির কোনও সুযোগ নেই। এদিকে যতই মেপে খাওয়া হোক না কেন বসে থকলে ওজন বাড়বেই। আর সবচেয়ে আগে মেদ জমে পেটে। বর্ধিত মধ্যপ্রদেশ কোনও অংশেই ভাল নয়

ওজন কমানোর প্রতিশ্রুতি এখন অধিকাংশ মানুষের মনে। ওজন বেড়ে যাওয়ার মূল কারণ হল একটানা বসে কাজ। শরীরচর্চা কিংবা হাঁটাহাঁটির কোনও সুযোগ নেই। এদিকে যতই মেপে খাওয়া হোক না কেন বসে থকলে ওজন বাড়বেই। আর সবচেয়ে আগে মেদ জমে পেটে। বর্ধিত মধ্যপ্রদেশ কোনও অংশেই ভাল নয়

1 / 8
কম ক্যালোরির খাবার আর শরীরচর্চা ছাড়া কোনও গতি নেই। এছাড়াও রান্নাঘরে থাকা সস্তার এই উপকারী মশলাও আপনার কাজে আসতে পারে। এতে শরীর থাকবে ফিট সেই সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে। এই মশলাগুলির মধ্যে খুবই উপকারী হল জোয়ান

কম ক্যালোরির খাবার আর শরীরচর্চা ছাড়া কোনও গতি নেই। এছাড়াও রান্নাঘরে থাকা সস্তার এই উপকারী মশলাও আপনার কাজে আসতে পারে। এতে শরীর থাকবে ফিট সেই সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে। এই মশলাগুলির মধ্যে খুবই উপকারী হল জোয়ান

2 / 8
বহু বছর ধরে রান্নাঘরে জোয়ান ব্যবহার করা হচ্ছে। গ্যাস, পেটে ব্যথা, বদহজমের মত সমস্যায় খুবই কার্যকরী এই জোয়ান। একই সঙ্গে পেটের মেদ ঝরাতেও কাজে আসে জোয়ান। শুধু তাই নয়, পেটের অনেক রোগ থেকেও মুক্তি দেয় এই জোয়ান। হজম হয়নি? একটু জোয়ান জল খেলে সঙ্গে সঙ্গেই কাজ হবে

বহু বছর ধরে রান্নাঘরে জোয়ান ব্যবহার করা হচ্ছে। গ্যাস, পেটে ব্যথা, বদহজমের মত সমস্যায় খুবই কার্যকরী এই জোয়ান। একই সঙ্গে পেটের মেদ ঝরাতেও কাজে আসে জোয়ান। শুধু তাই নয়, পেটের অনেক রোগ থেকেও মুক্তি দেয় এই জোয়ান। হজম হয়নি? একটু জোয়ান জল খেলে সঙ্গে সঙ্গেই কাজ হবে

3 / 8
যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদের জন্যেও কার্যকরী এই জোয়ান। জোয়ানের মধ্যে থাকে থাইমল নামের একটি উপাদান। যা আমাদের বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে। যখন বিপাক বাড়ে তখন আর নতুন করে কোনও চর্বি তৈরি হয় না শরীরে। ফলে ওজন কমতে শুরু করে

যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদের জন্যেও কার্যকরী এই জোয়ান। জোয়ানের মধ্যে থাকে থাইমল নামের একটি উপাদান। যা আমাদের বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে। যখন বিপাক বাড়ে তখন আর নতুন করে কোনও চর্বি তৈরি হয় না শরীরে। ফলে ওজন কমতে শুরু করে

4 / 8
জোয়ানের মধ্যে থাকে ফাইবার, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি। যা হার্টের জন্য ভাল। এছাড়াও জোয়ানের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রোজ সকালে তাই খালিপেটে একগ্লাস করে জোয়ান জল খান

জোয়ানের মধ্যে থাকে ফাইবার, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি। যা হার্টের জন্য ভাল। এছাড়াও জোয়ানের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রোজ সকালে তাই খালিপেটে একগ্লাস করে জোয়ান জল খান

5 / 8
পেট ব্যথা করছে? জোয়ান জল ফুটিয়ে খান। জোয়ান যে কোনও ব্যথা কমাতে সাহায্য করে। শরীরে ফোলা ভাব কমাতে সাহায্য করে জোয়ান। জোয়ানের মধ্যে থাইমল রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য ভাল

পেট ব্যথা করছে? জোয়ান জল ফুটিয়ে খান। জোয়ান যে কোনও ব্যথা কমাতে সাহায্য করে। শরীরে ফোলা ভাব কমাতে সাহায্য করে জোয়ান। জোয়ানের মধ্যে থাইমল রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য ভাল

6 / 8
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কাজে আসে জোয়ান। জোয়ানের মধ্যে থাকে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। পটাশিয়াম বেশি রয়েছে এরকম খাবার খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সেই কাজটি করে জোয়ান

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কাজে আসে জোয়ান। জোয়ানের মধ্যে থাকে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। পটাশিয়াম বেশি রয়েছে এরকম খাবার খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সেই কাজটি করে জোয়ান

7 / 8
হজমের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন? জোয়ান জলে ফেলে ফুটিয়ে খান। এছা়ড়াও অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও দূরে রাখে এই জোয়ান জল। রোজ সকালে খেলে সমস্যার সমাধান হবেই

হজমের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন? জোয়ান জলে ফেলে ফুটিয়ে খান। এছা়ড়াও অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও দূরে রাখে এই জোয়ান জল। রোজ সকালে খেলে সমস্যার সমাধান হবেই

8 / 8
Follow Us: