তিন বছর অপেক্ষার পর তৈরি হল এই স্কুটার।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনলজি পরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে এই স্কুটারকে।
ভারতীয় রাস্তার জন্য উপযুক্ত এই বাইক। নাম দেওয়া হয়েছে রাগেড।
বলা হচ্ছে, এতে নাকি স্কুটার রাইডের আলাদা আনন্দ মিলবে।
বাইকটি তৈরি করেছে মুম্বই শহরের একটা স্টার্টআপ কোম্পানি।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি শক্তিশালী ও টেকসই স্কুটার।
আরও অনেক ফিচার্স আছে বাইকে। জানা যাবে লঞ্চের পরই।