সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ অভিনেত্রী আমিশা পাটেল। সম্প্রতি বেশ কিছু বিকিনি পিকসও পোস্ট করেছেন তিনি। সম্প্রতি তিনি খবরে আছেন এক পাকিস্তানি অভিনেতার কারণে।
সেই অভিনেতার নাম ইমরান আব্বাস। তাঁর সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে আমিশার।
কী ভাবছেন, আমিশা এই পাকিস্তানি অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তা হলে আপনার ধারণা পুরোটা ঠিক নয়। একটি রোম্যান্টিক গানের ভিডিয়োতে দেখা যায় তাঁদের দু'জনকে।
আমিশা-ইমরানের কেমিস্ট্রি দেখে মনে হচ্ছে, তাঁরা একে-অপরের বেশ ভাল বন্ধু। ভারত-পাকিস্তানের এই যৌথ কাজ পছন্দ হয়েছে অনুরাগীদেরও।
গত সপ্তাহে বাহরিনে একসঙ্গে দেখা যায় আমিশা-ইমরানকে। যে ভিডিয়োতে তাঁদের পারফর্ম করতে দেখা যায়, তাতে পূর্বে ববি দেওয়ালের সঙ্গে দেখা গিয়েছিল আমিশাকে। 'ক্রান্তি' ছবির সেই গানটি 'দিল মে দার্দ সা জগা হ্যায়'।
এর আগেও বলিউডের প্রজেক্টে কাজ করেছিলেন ইরমান। 'ক্রিচার' ছবিতে বিপাশা বসুর সঙ্গে অভিনয় করেন। সেটাই ছিল তাঁর বলিউড ডেবিউ। পরবর্তীতে করণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে অভিনয় করেছিলেন ইমরান।