এ বিষয়ে ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, "গতকাল রেতির জঙ্গল থেকে ২০-২৫ টি হাতি বেরিয়ে আসে। তখন হয়ত ওই শাবকটি নালায় পড়ে যায়। সকালেই বন দফতরের কর্মীরা এসে শাবকটিকে উদ্ধার করে। ওই হাতির দলেই শাবকটিকে ফেরানো সম্ভব হয়েছে।" বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, "জঙ্গল থেকে হাতের দলটি বেরিয়েছিল খাদ্যের খোঁজে সম্ভবত বেরিয়েছিল। তারা চা-বাগান হয়ে পাশের জঙ্গলে যাওয়ার সময় শাবকটি দলছুট হয়ে নালায় পড়ে যায়। বানারহাট রেঞ্জের বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা এসে শাবক টিকে উদ্ধার করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর শাবকটিকে তার দলে ফেরানো সম্ভব হয়েছে। সাধারণত, মানুষের সংস্পর্শে এলে বন্যপ্রাণীরা আর শাবককে তাদের দলে ফিরিয়ে নেয় না। সেদিক থেকে ওই ছানাটিকে যে দলে ফেরানো গিয়েছে এতেই আমরা খুশি।" (নিজস্ব চিত্র)