Energy Booster Food: অফিসের টিফিনে রাখুন এই ৩ খাবার, সারাদিন এনার্জি বজায় থাকবে

Office Tiffin: অফিসে টানা বসে কাজের সময় ক্লান্তি, একঘেয়েমি দূর করতে এবং এনার্জি বাড়াতে কিছু সুষম খাবার টিফিনে রাখুন। এমন ৩টি খাবার রয়েছে, যেগুলি আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না এবং অফিসে সারাক্ষণ এনার্জি বজায় রাখবে। অফিসে এক জায়গায় বসে একটানা কাজ করার সময় চিপস, সিঙ্গাড়া, বার্গার, কফি, চা, কাটলেটের মতো খাবার ভুলেও খাবেন না।

| Updated on: Jul 21, 2024 | 8:38 PM
অফিসে কাজ করার সময় ঠিকমতো টিফিন খাওয়া জরুরি। এটা শরীরের জ্বালানির মতো কাজ করে, যা শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং আপনি আরও ভালভাবে কাজ করতে সক্ষম হন

অফিসে কাজ করার সময় ঠিকমতো টিফিন খাওয়া জরুরি। এটা শরীরের জ্বালানির মতো কাজ করে, যা শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং আপনি আরও ভালভাবে কাজ করতে সক্ষম হন

1 / 8
আজকাল কিডনিতে পাথর হওয়ার ঘটনা আখচার শোনা যাচ্ছে। এর একটি কারণ যেমন উপসর্গ বুঝতে না পারা, তেমনই অত্যধিক জাঙ্ক ফুড, অ্যালকোহল এবং প্রোটিন বা ক্যালসিয়াম খাওয়া। এছাড়া একটি ভিটামিনের অভাবেও পাথর হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আজকাল কিডনিতে পাথর হওয়ার ঘটনা আখচার শোনা যাচ্ছে। এর একটি কারণ যেমন উপসর্গ বুঝতে না পারা, তেমনই অত্যধিক জাঙ্ক ফুড, অ্যালকোহল এবং প্রোটিন বা ক্যালসিয়াম খাওয়া। এছাড়া একটি ভিটামিনের অভাবেও পাথর হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

2 / 8
অফিসে টানা বসে কাজের সময় ক্লান্তি, একঘেয়েমি দূর করতে এবং এনার্জি বাড়াতে কিছু সুষম খাবার টিফিনে রাখুন। এমন ৩টি খাবার রয়েছে, যেগুলি আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না এবং অফিসে সারাক্ষণ এনার্জি বজায় রাখবে

অফিসে টানা বসে কাজের সময় ক্লান্তি, একঘেয়েমি দূর করতে এবং এনার্জি বাড়াতে কিছু সুষম খাবার টিফিনে রাখুন। এমন ৩টি খাবার রয়েছে, যেগুলি আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না এবং অফিসে সারাক্ষণ এনার্জি বজায় রাখবে

3 / 8
অনেকেই অফিসে পেট ভর্তি খাবার খেতে চান না। তাঁরা ড্রাই ফ্রুটস, যেমন কিসমিস, কাজু বা আমন্ড খেতে পারেন। এগুলি শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং এনার্জি দেয়

অনেকেই অফিসে পেট ভর্তি খাবার খেতে চান না। তাঁরা ড্রাই ফ্রুটস, যেমন কিসমিস, কাজু বা আমন্ড খেতে পারেন। এগুলি শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং এনার্জি দেয়

4 / 8
অফিসে বেশি ফল নিয়ে যাওয়া সমস্যা। তাই একটি বা দুটি আপেল নিয়ে যেতে পারেন। এতে ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে আপেল দুপুরের ক্ষিধে মেটানোর পাশাপাশি শরীরে পুষ্টির জোগান দেয়

অফিসে বেশি ফল নিয়ে যাওয়া সমস্যা। তাই একটি বা দুটি আপেল নিয়ে যেতে পারেন। এতে ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে আপেল দুপুরের ক্ষিধে মেটানোর পাশাপাশি শরীরে পুষ্টির জোগান দেয়

5 / 8
অফিসের টিফিনে আপেল রাখা খুবই উপকারী। তবে কেউ ভাত বা রুটির মতো টিফিনের সঙ্গে আপেল নিয়ে দুটি খাবার খাওয়ার মাঝে কিছুটা বিরতি রাখুন। ভারী খাবারের সঙ্গে বা তার আগে আপেল খাওয়া এড়ানো উচিত

অফিসের টিফিনে আপেল রাখা খুবই উপকারী। তবে কেউ ভাত বা রুটির মতো টিফিনের সঙ্গে আপেল নিয়ে দুটি খাবার খাওয়ার মাঝে কিছুটা বিরতি রাখুন। ভারী খাবারের সঙ্গে বা তার আগে আপেল খাওয়া এড়ানো উচিত

6 / 8
অফিসে স্ন্যাক্সের জন্য কিছু বাদাম বা বীজ সঙ্গে রাখতে পারেন, যেমন চিনা বাদাম, আখরোট, পেস্তা এবং কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ। প্রতিদিন অফিসে এগুলি নিয়ে যাওয়া সহজ এবং এগুলি খেলে শরীরে সারাদিন এনার্জি বজায় থাকবে

অফিসে স্ন্যাক্সের জন্য কিছু বাদাম বা বীজ সঙ্গে রাখতে পারেন, যেমন চিনা বাদাম, আখরোট, পেস্তা এবং কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ। প্রতিদিন অফিসে এগুলি নিয়ে যাওয়া সহজ এবং এগুলি খেলে শরীরে সারাদিন এনার্জি বজায় থাকবে

7 / 8
অফিসে এক জায়গায় বসে একটানা কাজ করার সময় চিপস, সিঙ্গাড়া, বার্গার, কফি, চা, কাটলেটের মতো খাবার ভুলেও খাবেন না। এগুলি কেবল ক্যালরি বাড়ায় না, এগুলির মধ্যে থাকা চিনি ও নুন শরীরে গিয়ে  স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং ওবেসিটির সমস্যা বাড়ায়

অফিসে এক জায়গায় বসে একটানা কাজ করার সময় চিপস, সিঙ্গাড়া, বার্গার, কফি, চা, কাটলেটের মতো খাবার ভুলেও খাবেন না। এগুলি কেবল ক্যালরি বাড়ায় না, এগুলির মধ্যে থাকা চিনি ও নুন শরীরে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং ওবেসিটির সমস্যা বাড়ায়

8 / 8
Follow Us: