Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কখনও চিৎকার, কখনও চোখ পাকিয়ে শাসন, প্রকাশ্যে ঐশ্বর্য-অভিষেকের লড়াই

Aishwarya Controversy: সবটাই পাল্টে দিয়ে যায় অম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টি। সেখানেই গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। যদিও অতীত উষ্কে এখনও জল্পনা তুঙ্গে। একাধিকবার প্রকাশ্যে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে লড়াই করতে দেখা গিয়েছে।

| Updated on: Mar 14, 2024 | 1:38 PM
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বেশ কিছুদিন ধরে এই জুটিকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। তাঁদের নিয়ে নিত্য বিচ্ছেদের জল্পনা জায়গা করে নেয় চর্চায়।

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বেশ কিছুদিন ধরে এই জুটিকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। তাঁদের নিয়ে নিত্য বিচ্ছেদের জল্পনা জায়গা করে নেয় চর্চায়।

1 / 8
বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে নাকি থাকছেন না ঐশ্বর্য। তবে সবটাই পাল্টে দিয়ে যায় অম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টি।

বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে নাকি থাকছেন না ঐশ্বর্য। তবে সবটাই পাল্টে দিয়ে যায় অম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টি।

2 / 8
সেখানেই গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। যদিও অতীত উষ্কে এখনও জল্পনা তুঙ্গে। একাধিকবার প্রকাশ্যে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে লড়াই করতে দেখা গিয়েছে।

সেখানেই গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। যদিও অতীত উষ্কে এখনও জল্পনা তুঙ্গে। একাধিকবার প্রকাশ্যে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে লড়াই করতে দেখা গিয়েছে।

3 / 8
সরবজিৎ ছবির প্রিমিয়ারে এই জুটিকে একে অন্যের সঙ্গে প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। যেখানে একসঙ্গে ছবিও দিতে চাননি তাঁরা।

সরবজিৎ ছবির প্রিমিয়ারে এই জুটিকে একে অন্যের সঙ্গে প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। যেখানে একসঙ্গে ছবিও দিতে চাননি তাঁরা।

4 / 8
সবসময় যে অশান্তি মুখে হয়েছে এমনটা নয়। ঐশ্বর্য রাই বচ্চন মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যেভাবে অভিষেকের দিকে তাকিয়ে ছিলেন তাতেই একশ্রেণির কাছে স্পষ্ট হয়ে যায়, মোটেও তাঁদের মধ্যে বিষয়টা স্বাভাবিক নয়।

সবসময় যে অশান্তি মুখে হয়েছে এমনটা নয়। ঐশ্বর্য রাই বচ্চন মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যেভাবে অভিষেকের দিকে তাকিয়ে ছিলেন তাতেই একশ্রেণির কাছে স্পষ্ট হয়ে যায়, মোটেও তাঁদের মধ্যে বিষয়টা স্বাভাবিক নয়।

5 / 8
সোনম কাপুরের রিসেপশন পার্টিতেও একই ছবি ধরা পড়েছিল। যেখানে ঐশ্বর্য ও অভিষেক একে অন্যের সঙ্গে স্বাভাবিক কথোপকথন করা, কিংবা পোজ দেওয়াতে রাজি ছিলেন না।

সোনম কাপুরের রিসেপশন পার্টিতেও একই ছবি ধরা পড়েছিল। যেখানে ঐশ্বর্য ও অভিষেক একে অন্যের সঙ্গে স্বাভাবিক কথোপকথন করা, কিংবা পোজ দেওয়াতে রাজি ছিলেন না।

6 / 8
একবার বিমানবন্দরেও প্রকাশ্যে তাঁদের একে অন্যের সঙ্গে লড়াই করতে দেখা যায়। ক্যামেরার সামনেই ফুটে উঠেছিল সেই ছবি। যা নিয়ে চর্চাও কম হয়নি।

একবার বিমানবন্দরেও প্রকাশ্যে তাঁদের একে অন্যের সঙ্গে লড়াই করতে দেখা যায়। ক্যামেরার সামনেই ফুটে উঠেছিল সেই ছবি। যা নিয়ে চর্চাও কম হয়নি।

7 / 8
একবার কবাডি ম্যাচ চলাকালিন তাঁদের অশান্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। প্রকাশ্যে একে অন্যের অপর চিৎকার করতে থাকেন তাঁরা।

একবার কবাডি ম্যাচ চলাকালিন তাঁদের অশান্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। প্রকাশ্যে একে অন্যের অপর চিৎকার করতে থাকেন তাঁরা।

8 / 8
Follow Us:
'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!