Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Open: টেনিস ম্যাচ চলাকালীন হেয়ারকাট! ইউএস ওপেনে ফ্যানের কীর্তি ভাইরাল

ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালের টানটান ম্যাচ চলছে। মুখোমুখি নিক কির্গিয়স এবং কারেন কাচানোভ। হঠাৎই বদলে গেল আর্থার অ্যাশ স্টেডিয়ামের পরিবেশ। স্টেডিয়ামে উঠল হাসির রোল। কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেন। কিন্তু কেন?

| Edited By: | Updated on: Sep 07, 2022 | 5:02 PM
ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালের টানটান ম্যাচ চলছে। মুখোমুখি নিক কির্গিয়স এবং কারেন কাচানোভ। হঠাৎই বদলে গেল আর্থার অ্যাশ স্টেডিয়ামের পরিবেশ। স্টেডিয়ামে উঠল হাসির রোল। কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেন। কিন্তু কেন? (ছবি:টুইটার)

ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালের টানটান ম্যাচ চলছে। মুখোমুখি নিক কির্গিয়স এবং কারেন কাচানোভ। হঠাৎই বদলে গেল আর্থার অ্যাশ স্টেডিয়ামের পরিবেশ। স্টেডিয়ামে উঠল হাসির রোল। কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেন। কিন্তু কেন? (ছবি:টুইটার)

1 / 6
ম্যাচ দেখতে আসা দুই ফ্যানের কীর্তিতে হতবাক হয়ে যায় আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকরা। ম্যাচ চলাকালীন হঠাৎই ট্রিমার বের করে অন্য একজনের চুল কাটতে শুরু করেন। (ছবি:টুইটার)

ম্যাচ দেখতে আসা দুই ফ্যানের কীর্তিতে হতবাক হয়ে যায় আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকরা। ম্যাচ চলাকালীন হঠাৎই ট্রিমার বের করে অন্য একজনের চুল কাটতে শুরু করেন। (ছবি:টুইটার)

2 / 6
প্রথমে আশেপাশের দর্শকরা হতভম্ব হয়ে যান। খানিকটা ধাতস্থ হওয়ার পর তাঁরাই ছবি ভিডিও তুলতে থাকেন। দু'জনের কীর্তিতে হেসে গড়িয়ে পড়েন অনেকে। (ছবি:টুইটার)

প্রথমে আশেপাশের দর্শকরা হতভম্ব হয়ে যান। খানিকটা ধাতস্থ হওয়ার পর তাঁরাই ছবি ভিডিও তুলতে থাকেন। দু'জনের কীর্তিতে হেসে গড়িয়ে পড়েন অনেকে। (ছবি:টুইটার)

3 / 6
তবে বেশিক্ষণ ওই কীর্তি চলেনি। নিরাপত্তাকর্মীদের নজরে পড়তেই স্টেডিয়াম থেকে ওই ফ্যান এবং তাঁর নাপিতকে বের করে দেওয়া হয়। (ছবি:টুইটার)

তবে বেশিক্ষণ ওই কীর্তি চলেনি। নিরাপত্তাকর্মীদের নজরে পড়তেই স্টেডিয়াম থেকে ওই ফ্যান এবং তাঁর নাপিতকে বের করে দেওয়া হয়। (ছবি:টুইটার)

4 / 6
পরে জানা যায়, ওই টেনিস ফ্যান আসলে জনপ্রিয় ইউটিউবার জিডিওয়ন। অতীতেও তিনি ফুটবল ম্যাচ চলাকালীন, কলেজের লেকচারের সময় নাপিত দিয়ে চুল কাটিয়েছেন। (ছবি:টুইটার)

পরে জানা যায়, ওই টেনিস ফ্যান আসলে জনপ্রিয় ইউটিউবার জিডিওয়ন। অতীতেও তিনি ফুটবল ম্যাচ চলাকালীন, কলেজের লেকচারের সময় নাপিত দিয়ে চুল কাটিয়েছেন। (ছবি:টুইটার)

5 / 6
ওই ম্যাচে অজি তারকা কির্গিয়সকে পাঁচ সেটের টানটান ম্যাচে হারিয়ে দেন রাশিয়ান টেনিস তারকা কাচানোভ। হেরে রাগের মাথায় ব়্যাকেট ভেঙে দেন কির্গিয়স। স্টেডিয়াম থেকে বের করে দেওয়ায় সেসব মিস করেছেন ওই ইউটিউবার ও তাঁর নাপিত। (ছবি:টুইটার)

ওই ম্যাচে অজি তারকা কির্গিয়সকে পাঁচ সেটের টানটান ম্যাচে হারিয়ে দেন রাশিয়ান টেনিস তারকা কাচানোভ। হেরে রাগের মাথায় ব়্যাকেট ভেঙে দেন কির্গিয়স। স্টেডিয়াম থেকে বের করে দেওয়ায় সেসব মিস করেছেন ওই ইউটিউবার ও তাঁর নাপিত। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: