Remove Fishy Odor From Hand: মাছ ধোয়ার পর হাত থেকে বিশ্রী আঁশটে গন্ধ যেতেই চায় না, জানুন নাক-সিঁটকানো এড়াবেন কীভাবে

Lifestyle Tips: মাছ ধুলেও তার আঁশটে গন্ধ হাতে থেকে যায়। বারবার সাবান দিয়ে ধোয়ার পরও সেই বিশ্রী গন্ধ ছাড়তে থাকে। যদিও এই সমস্যার সমাধান রয়েছে আপনার হেঁশেলে।

| Edited By: | Updated on: Mar 21, 2023 | 1:46 PM
এখন বাজার থেকেই মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে আসা হয়। বাড়িতে মাছের আঁশ ছাড়ানো, মাছ কাটা ঝক্কির বিষয়। তার উপর আঁশটে গন্ধ ভরে যায় রান্নাঘর। কিন্তু বাজার থেকে মাছ কেটে আনলেও তা বাড়িতেই পরিষ্কার করতে হয়।

এখন বাজার থেকেই মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে আসা হয়। বাড়িতে মাছের আঁশ ছাড়ানো, মাছ কাটা ঝক্কির বিষয়। তার উপর আঁশটে গন্ধ ভরে যায় রান্নাঘর। কিন্তু বাজার থেকে মাছ কেটে আনলেও তা বাড়িতেই পরিষ্কার করতে হয়।

1 / 8
মাছ ধুলেও তার আঁশটে গন্ধ হাতে থেকে যায়। বারবার সাবান দিয়ে ধোয়ার পরও সেই বিশ্রী গন্ধ ছাড়তে থাকে। যদিও এই সমস্যার সমাধান রয়েছে আপনার হেঁশেলে। মাছ ছাড়ানোর সহজ টোটকা কাজে লাগালেই আপনার হাত থেকে আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।

মাছ ধুলেও তার আঁশটে গন্ধ হাতে থেকে যায়। বারবার সাবান দিয়ে ধোয়ার পরও সেই বিশ্রী গন্ধ ছাড়তে থাকে। যদিও এই সমস্যার সমাধান রয়েছে আপনার হেঁশেলে। মাছ ছাড়ানোর সহজ টোটকা কাজে লাগালেই আপনার হাত থেকে আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।

2 / 8
মাছ কাটার পর নুন-হলুদ নিশ্চয়ই মাখান? এবার এই টোটকা হাত ধোয়াতেও ব্যবহার করুন। মাছ ধুয়ে হাত ভাল করে ধুয়ে শুকনো করে মুছে নিন। এরপর হাত তেল ও হলুদ দিয়ে ভাল করে ঘষে নিন। তারপর সাবান দিয়ে আবার হাত ধুয়ে নিন। এতে আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।

মাছ কাটার পর নুন-হলুদ নিশ্চয়ই মাখান? এবার এই টোটকা হাত ধোয়াতেও ব্যবহার করুন। মাছ ধুয়ে হাত ভাল করে ধুয়ে শুকনো করে মুছে নিন। এরপর হাত তেল ও হলুদ দিয়ে ভাল করে ঘষে নিন। তারপর সাবান দিয়ে আবার হাত ধুয়ে নিন। এতে আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।

3 / 8
হাতের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে পাতিলেবু দারুণ কার্যকর। খোসাসমেত পাতিলেবুর টুকরো নিন। মাছ ধোয়ার পর সেই পাতিলেবুর টুকরো হাতে ভাল করে ঘষে নিন। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই গন্ধ কেটে যাবে।

হাতের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে পাতিলেবু দারুণ কার্যকর। খোসাসমেত পাতিলেবুর টুকরো নিন। মাছ ধোয়ার পর সেই পাতিলেবুর টুকরো হাতে ভাল করে ঘষে নিন। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই গন্ধ কেটে যাবে।

4 / 8
পাতিলেবুর বদলে কমলালেবুর খোসা ব্যবহার করলে আরও ভাল পাবেন। কমলালেবুর খোসা শুকনো করে গুঁড়ো করে নিন। কমলালেবুর খোসার গুঁড়োয় কমলালেবুর রস মিশিয়ে নিন। এবার এটা দিয়ে হাতে স্ক্রাব করুন।

পাতিলেবুর বদলে কমলালেবুর খোসা ব্যবহার করলে আরও ভাল পাবেন। কমলালেবুর খোসা শুকনো করে গুঁড়ো করে নিন। কমলালেবুর খোসার গুঁড়োয় কমলালেবুর রস মিশিয়ে নিন। এবার এটা দিয়ে হাতে স্ক্রাব করুন।

5 / 8
হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর করতে আপনি ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগারের সঙ্গে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি দিয়ে হাতে স্ক্রাব করে নিন। এতে আপনার হাত থেকে মাছের আঁশটে গন্ধ নিমেষে দূর হয়ে যাবে।

হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর করতে আপনি ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগারের সঙ্গে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি দিয়ে হাতে স্ক্রাব করে নিন। এতে আপনার হাত থেকে মাছের আঁশটে গন্ধ নিমেষে দূর হয়ে যাবে।

6 / 8
কফি গন্ধ দূর করতে পারে আঁশটে গন্ধ। কফির স্ক্রাব বানিয়ে নিন। এক চামচ কফি গুঁড়ো নিয়ে হাতে ঘষে নিন। মিনিট দুয়েক পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এতে মাছের গন্ধ চলে যাবে।

কফি গন্ধ দূর করতে পারে আঁশটে গন্ধ। কফির স্ক্রাব বানিয়ে নিন। এক চামচ কফি গুঁড়ো নিয়ে হাতে ঘষে নিন। মিনিট দুয়েক পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এতে মাছের গন্ধ চলে যাবে।

7 / 8
মাছের আঁশটে গন্ধ করতে আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন। মাছ ধোয়া বা কাটার পর হাতে টুথপেস্ট লাগিয়ে নিন। মিনিট দশেক রাখার পর হাত ধুয়ে ফেলুন। এতে হাতের সমস্ত বিশ্রী গন্ধ দূর হয়ে যাবে।

মাছের আঁশটে গন্ধ করতে আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন। মাছ ধোয়া বা কাটার পর হাতে টুথপেস্ট লাগিয়ে নিন। মিনিট দশেক রাখার পর হাত ধুয়ে ফেলুন। এতে হাতের সমস্ত বিশ্রী গন্ধ দূর হয়ে যাবে।

8 / 8
Follow Us: