Bangla NewsPhoto gallery From Huge Amphitheatre to 5G Enabled Convention Centre, Why Bharat Mandapam chosen as Venue for G 20 Summit
Bharat Mandapam: ভারত মন্ডপম দেখে মুগ্ধ বাইডেন-হাসিনা, জি-২০ সম্মেলনের জন্য কেন এই কেন্দ্রকেই বেছে নেওয়া হল?
G-20 Summit: ভারত মন্ডপমটি তৈরি করা হয়েছে শঙ্খের আকারে। কনভেনশন সেন্টারের প্রতিটি দেওয়ালে তুলে ধরা হয়েছে স্থাপত্য় শৈলী, যা ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলাকেই তুলে ধরেছে।
ভারত মন্ডপম।Image Credit source: ANI
Follow Us:
নয়া দিল্লিতে বসেছে জি-২০ আসর। প্রগতি ময়দানের ভারত মন্ডপমে হচ্ছে আন্তর্জাতিক বৈঠক। দুইদিন ধরে চলবে এই মেগা বৈঠক। ইতিমধ্যেই ভারত মন্ডপমের একাধিক ছবি সামনে এসেছে, যা দেখে তাক লেগে যাবে। কেন প্রগতি ময়দানের ভারত মন্ডপমকেই জি-২০ সম্মেলনের জন্য বেছে নেওয়া হল জানেন?
চলতি বছরের ২৬ জুলাই প্রগতি ময়দানের ভারত মন্ডপমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বমানের অত্যাধুনিক পরিকাঠামোয় তৈরি এই মঞ্চ দেশের গুরুত্বপূর্ণ বৈঠক, সম্মেলন ও প্রদর্শনীর জন্য়ই তৈরি করা হয়েছে।
ভারত মন্ডপম তৈরি করতে খরচ হয়েছে ২৭০০ কোটি টাকা। ১২৩ একর জমির উপরে তৈরি কেন্দ্র বর্তমানে দেশের বৃহত্তম সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র।
ভারত মন্ডপমে রয়েছে প্রদর্শনী হল, কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, মিটিং রুম, বিশাল লাউঞ্জ।
১৬ ভাষার দোভাষী কক্ষ, ভিডিয়ো দেওয়াল, ডিমিং অ্যান্ড অকুপেন্সি সেন্সর লাইট ম্যানেজমেন্ট সিস্টেম ও ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক-এর মতো অত্যাধুনিক সুবিধা রয়েছে।
একসঙ্গে ৩ হাজার মানুষ বসতে পারেন অ্যাম্ফিথিয়েটারে। কনভেনশন সেন্টারে একসঙ্গে বসতে পারবেন ৭ হাজার মানুষ।
ভারত মন্ডপমের কনভেনশন সেন্টারটি সম্পূর্ণ ৫জি এনেবেলড ওয়াই-ফাই ক্যাম্পাস। ১০জি ইন্টারনেট পরিষেবাও পাওয়া যাবে এখানে।
ভারত মন্ডপমটি তৈরি করা হয়েছে শঙ্খের আকারে। কনভেনশন সেন্টারের প্রতিটি দেওয়ালে তুলে ধরা হয়েছে স্থাপত্য় শৈলী, যা ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলাকেই তুলে ধরেছে।
দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী চিত্র ও শিল্পকলাও জায়গা পেয়েছে ভারত মন্ডপমে।
কনভেনশন সেন্টারে আগত অতিথিদের জন্য ৫ হাজার পার্কিং সেন্টারের ব্যবস্থাও করা হয়েছে।