Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liver Diseases: লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণগুলি চিনে নিন, দেরি হলে পরিণতি হতে পারে মারাত্মক

Liver Disease Symptoms: বর্তমানে অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সবচেয়ে বেশি প্রভাব পড়ে লিভারের উপর। লিভার সুস্থ না থাকলে শরীরও সুস্থ থাকবে না। লিভারে কোনও রোগ বাসা বাঁধলে প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয়। অনেকেই সেগুলি প্রথমদিকে গুরুত্ব দেন না। যার ফল হতে পারে মারাত্মক। তাই লিভারের অসুখ বাসা বাঁধার প্রাথমিক লক্ষণগুলি জেনে নিন।

| Updated on: Feb 25, 2024 | 8:47 PM
বর্তমানে অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সবচেয়ে বেশি প্রভাব পড়ে লিভারের উপর। অনেকেই মনে করেন, মদ পান করলেই ডিটক্সিফিকেশন, মেটাবলিজম, ওবেসিটি-র মতো সমস্যা হয়। কিন্তু, মদ পান না করলেও এই সব সমস্যা দেখা দিতে পারে

বর্তমানে অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সবচেয়ে বেশি প্রভাব পড়ে লিভারের উপর। অনেকেই মনে করেন, মদ পান করলেই ডিটক্সিফিকেশন, মেটাবলিজম, ওবেসিটি-র মতো সমস্যা হয়। কিন্তু, মদ পান না করলেও এই সব সমস্যা দেখা দিতে পারে

1 / 9
লিভার সুস্থ না থাকলে শরীরও সুস্থ থাকবে না। লিভারে কোনও রোগ বাসা বাঁধলে প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয়। অনেকেই সেগুলি প্রথমদিকে গুরুত্ব দেন না। যার ফল হতে পারে মারাত্মক। তাই লিভারের অসুখ বাসা বাঁধার প্রাথমিক লক্ষণগুলি জেনে নিন

লিভার সুস্থ না থাকলে শরীরও সুস্থ থাকবে না। লিভারে কোনও রোগ বাসা বাঁধলে প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয়। অনেকেই সেগুলি প্রথমদিকে গুরুত্ব দেন না। যার ফল হতে পারে মারাত্মক। তাই লিভারের অসুখ বাসা বাঁধার প্রাথমিক লক্ষণগুলি জেনে নিন

2 / 9
ক্রমাগত ক্লান্তি এবং দুর্বলতা লিভারের অসুখের প্রাথমিক লক্ষণ। খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় লিভার। ফলে পরিপাক ক্রিয়া ঠিকমতো না হলে ক্লান্তি, দুর্বলতা বোধ হবে। প্রাথমিকভাবে বিশ্রাম নিয়ে এই সমস্যার সমাধান না হলে চিকিৎসের পরামর্শ নিন

ক্রমাগত ক্লান্তি এবং দুর্বলতা লিভারের অসুখের প্রাথমিক লক্ষণ। খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় লিভার। ফলে পরিপাক ক্রিয়া ঠিকমতো না হলে ক্লান্তি, দুর্বলতা বোধ হবে। প্রাথমিকভাবে বিশ্রাম নিয়ে এই সমস্যার সমাধান না হলে চিকিৎসের পরামর্শ নিন

3 / 9
 পেটে ব্যথা বা অস্বস্তি বোধের কারণ লিভারের সমস্যা। বিশেষত, ডানদিকে পেটের উপরের অংশে (যেখানে লিভার থাকে) ব্যথা বা যন্ত্রণা হলে, চর্বিযুক্ত খাবার খেলে যন্ত্রণা বাড়লে প্রথমে খাবার খাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে। তারপরেও না কমলে চিকিৎসকের কাছে যান

পেটে ব্যথা বা অস্বস্তি বোধের কারণ লিভারের সমস্যা। বিশেষত, ডানদিকে পেটের উপরের অংশে (যেখানে লিভার থাকে) ব্যথা বা যন্ত্রণা হলে, চর্বিযুক্ত খাবার খেলে যন্ত্রণা বাড়লে প্রথমে খাবার খাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে। তারপরেও না কমলে চিকিৎসকের কাছে যান

4 / 9
পেটে ব্যথার পাশাপাশি চোখ বা গায়ের রং হলুদ হয়ে উঠলে, প্রস্রাব হলুদ রঙের হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। এটা জন্ডিসের লক্ষণ। রক্তে বিলিরুবিন (হলুদ রঞ্জক, যা লোহিত রক্তকণিকা ভেঙে উৎপন্ন হয়) -এর মাত্রা বেড়ে গেলেই হেপাটাইটিস বা জন্ডিস হতে পারে

পেটে ব্যথার পাশাপাশি চোখ বা গায়ের রং হলুদ হয়ে উঠলে, প্রস্রাব হলুদ রঙের হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। এটা জন্ডিসের লক্ষণ। রক্তে বিলিরুবিন (হলুদ রঞ্জক, যা লোহিত রক্তকণিকা ভেঙে উৎপন্ন হয়) -এর মাত্রা বেড়ে গেলেই হেপাটাইটিস বা জন্ডিস হতে পারে

5 / 9
পেটে অস্বস্তি বোধ এবং পায়খানার রঙ ফ্যাকাশে বা কালো হলেও সতর্ক হন। লিভার পিত্তরস উৎপন্ন করে। পিত্তরস কম উৎপন্ন হলে বা পিত্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে পায়খানার রং ফ্যাকাশে হতে পারে। এছাড়া লিভারে আলসার (ঘা) হলে এবং পায়খানার সঙ্গে রক্ত পড়লে রং কালো হয়

পেটে অস্বস্তি বোধ এবং পায়খানার রঙ ফ্যাকাশে বা কালো হলেও সতর্ক হন। লিভার পিত্তরস উৎপন্ন করে। পিত্তরস কম উৎপন্ন হলে বা পিত্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে পায়খানার রং ফ্যাকাশে হতে পারে। এছাড়া লিভারে আলসার (ঘা) হলে এবং পায়খানার সঙ্গে রক্ত পড়লে রং কালো হয়

6 / 9
লিভার রক্ত ​​জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। লিভারে বিপাকক্রিয়া ঠিকমতো না হলে এবং কাজকর্ম ব্যাহত হলে রক্ত ​​জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয় না। ফলে লিভারের রোগে আক্রান্তদের ছোট আঘাত বা ক্ষত হলেও দীর্ঘক্ষণ রক্তপাত হতে পারে

লিভার রক্ত ​​জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। লিভারে বিপাকক্রিয়া ঠিকমতো না হলে এবং কাজকর্ম ব্যাহত হলে রক্ত ​​জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয় না। ফলে লিভারের রোগে আক্রান্তদের ছোট আঘাত বা ক্ষত হলেও দীর্ঘক্ষণ রক্তপাত হতে পারে

7 / 9
লিভারে কোনও রোগ বাসা বাঁধলে বিপাকক্রিয়া ঠিকমতো হবে না। তার ফলে  ক্ষিধে কমে যাওয়া, হজমের সমস্যা, বমি-বমি ভাব, বমি, বারবার পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি ক্রমাগত ওজন কমতে থাকে এবং শরীরে সবসময় অস্বস্তি অনুভূত হবে। পেট, পায়ের গোড়ালি ফুলে যাওয়াও লিভারের সমস্যার একটি লক্ষণ

লিভারে কোনও রোগ বাসা বাঁধলে বিপাকক্রিয়া ঠিকমতো হবে না। তার ফলে ক্ষিধে কমে যাওয়া, হজমের সমস্যা, বমি-বমি ভাব, বমি, বারবার পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি ক্রমাগত ওজন কমতে থাকে এবং শরীরে সবসময় অস্বস্তি অনুভূত হবে। পেট, পায়ের গোড়ালি ফুলে যাওয়াও লিভারের সমস্যার একটি লক্ষণ

8 / 9
লিভারের সমস্যার প্রভাব মানসিক স্বাস্থ্যের উপরেও পড়ে। প্রোটিন বিপাকের সময় অ্যামোনিয়া উৎপন্ন হয়। লিভার সেটা ইউরিয়ায় পরিবর্তিত করে মূত্রের সঙ্গে বের করে। লিভারের কাজকর্ম ঠিকমতো না হলে অ্যামোনিয়ার মতো টক্সিন রক্তপ্রবাহে জমে যায়। যার ফলে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর এবং মানসিক বিভ্রান্তি, ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়

লিভারের সমস্যার প্রভাব মানসিক স্বাস্থ্যের উপরেও পড়ে। প্রোটিন বিপাকের সময় অ্যামোনিয়া উৎপন্ন হয়। লিভার সেটা ইউরিয়ায় পরিবর্তিত করে মূত্রের সঙ্গে বের করে। লিভারের কাজকর্ম ঠিকমতো না হলে অ্যামোনিয়ার মতো টক্সিন রক্তপ্রবাহে জমে যায়। যার ফলে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর এবং মানসিক বিভ্রান্তি, ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়

9 / 9
Follow Us: