Chutney: ভাতের পাতে নিন এক চামচ চাটনি! বদলে যাবে রোজকার খাবারের স্বাদ
খাবারকে সুস্বাদু করার অনেক উপায় রয়েছে। তবে ভারতে খাবারের স্বাদ বাড়ানোর জন্য চাটনি সবচেয়ে বিখ্যাত। চাটনি এমনই একটি খাবার, যা প্রায় প্রতিটি খাবারের সঙ্গেই খাওয়া হয়। এটি এমনকি স্বাদহীন খাবারকে মশলাদার করে তোলে। মজার ব্যাপার হলো চাটনি খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও সহজ। আপনি পেঁয়াজ ও পুদিনা পাতার এই চাটনিটি বাড়িতে তৈরি করতে পারেন।
Most Read Stories