Durga Puja 2022: দশভুজার পাঁচ রূপের নামেই বিখ্যাত এই ৫ শহর! সেই তালিকায় কলকাতা আছে?

Indian Cities: দুর্গা পুজোর পাশাপাশি নবরাত্রির সময় দেবী দুর্গা ও নয়টি রূপের পুজো করা হয়। এই সময় সারা দেশজুড়েই আনন্দ ও উত্‍সবের আমেজ। কোন কোন শহরের সঙ্গে জুড়ে রয়েছে দশভুজার নাম, জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Sep 25, 2022 | 11:05 AM
ভারতের প্রধান উত্‍সবগুলির মধ্যে শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজো অন্যতম।  মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। পুজো পুজো গন্ধ যেমন আকাশে-বাতাসে, তেমনি দেশের বেশ কয়েকটি শহরের সঙ্গেও জড়িয়ে রয়েছে দুর্গার নাম।

ভারতের প্রধান উত্‍সবগুলির মধ্যে শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজো অন্যতম। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। পুজো পুজো গন্ধ যেমন আকাশে-বাতাসে, তেমনি দেশের বেশ কয়েকটি শহরের সঙ্গেও জড়িয়ে রয়েছে দুর্গার নাম।

1 / 7
দুর্গা পুজোর পাশাপাশি নবরাত্রির সময় দেবী দুর্গা ও নয়টি রূপের পুজো করা হয়। এই সময় সারা দেশজুড়েই আনন্দ ও উত্‍সবের আমেজ। কোন কোন শহরের সঙ্গে জুড়ে রয়েছে দশভুজার নাম, জেনে নিন এখানে...

দুর্গা পুজোর পাশাপাশি নবরাত্রির সময় দেবী দুর্গা ও নয়টি রূপের পুজো করা হয়। এই সময় সারা দেশজুড়েই আনন্দ ও উত্‍সবের আমেজ। কোন কোন শহরের সঙ্গে জুড়ে রয়েছে দশভুজার নাম, জেনে নিন এখানে...

2 / 7
নৈনিতাল, উত্তরাখণ্ড:  উত্তরাখণ্ডের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত হিল ডেস্টিনেশন হল নৈনিতাল। এখানকার পবিত্রতা ও মনোরম পরিবেশের জন্য এখানে হাজার হাজার পর্যটক ভিড় করেন প্রতিবছর। তবে অনেকেই জানেন না, দেবী দুর্গার অন্য রূপ নয়না দেবীর মন্দিরের উপস্থিতির কারণে শহরটির নাম করা হয়েছে নৈনিতাল।

নৈনিতাল, উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত হিল ডেস্টিনেশন হল নৈনিতাল। এখানকার পবিত্রতা ও মনোরম পরিবেশের জন্য এখানে হাজার হাজার পর্যটক ভিড় করেন প্রতিবছর। তবে অনেকেই জানেন না, দেবী দুর্গার অন্য রূপ নয়না দেবীর মন্দিরের উপস্থিতির কারণে শহরটির নাম করা হয়েছে নৈনিতাল।

3 / 7
চণ্ডীগড়, হরিয়ানা:শহরের উপকণ্ঠেই রয়েছে চণ্ডীদেবীর মন্দির। যেখানে রয়েছে চণ্ডীদেবীর মন্দির। চণ্ডীদেবীর নামকরণেই শহরের নাম চণ্ডীগড়। ভারতের সবচেয়ে সুখী শহর নামে পরিচিত।

চণ্ডীগড়, হরিয়ানা:শহরের উপকণ্ঠেই রয়েছে চণ্ডীদেবীর মন্দির। যেখানে রয়েছে চণ্ডীদেবীর মন্দির। চণ্ডীদেবীর নামকরণেই শহরের নাম চণ্ডীগড়। ভারতের সবচেয়ে সুখী শহর নামে পরিচিত।

4 / 7
মুম্বই, মহারাষ্ট্র: মুম্বা দেবীর নামকরণেই এই শহরের নাম মুম্বাই। মুম্বা দেবীর রোডে অবস্থিত , জাভেরির বাজারের কাছে অবস্থিত মুম্বা দেবীর মন্দির। মন্দিরটি প্রাথমিকভাবে আম্বা দেবীর উপাসনার জন্য পাঁচ শতাব্দী আগেই নির্মিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নামটি মুম্বা দেবীতে পরিববর্তিত হয়।

মুম্বই, মহারাষ্ট্র: মুম্বা দেবীর নামকরণেই এই শহরের নাম মুম্বাই। মুম্বা দেবীর রোডে অবস্থিত , জাভেরির বাজারের কাছে অবস্থিত মুম্বা দেবীর মন্দির। মন্দিরটি প্রাথমিকভাবে আম্বা দেবীর উপাসনার জন্য পাঁচ শতাব্দী আগেই নির্মিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নামটি মুম্বা দেবীতে পরিববর্তিত হয়।

5 / 7
দিল্লি: মেহরাউলি জেলায় অবস্থিত যোগমায়া মন্দিরের কারণে মুঘলদের আগমনের আগে থেকেই দিল্লির কিছু অংশ যোগনিপুর নামে পরিচিত ছিল। এই মন্দিরটি প্রায় পাঁচ হাজার বছর আগে পাণ্ডবরা তৈরি করেছিলেন বলে জানা যায়।

দিল্লি: মেহরাউলি জেলায় অবস্থিত যোগমায়া মন্দিরের কারণে মুঘলদের আগমনের আগে থেকেই দিল্লির কিছু অংশ যোগনিপুর নামে পরিচিত ছিল। এই মন্দিরটি প্রায় পাঁচ হাজার বছর আগে পাণ্ডবরা তৈরি করেছিলেন বলে জানা যায়।

6 / 7
পাটনা, বিহার:  বিহারের রাজধানী ও বৃহত্তম শহর হল পাটনা। শাস্ত্র অনুসারে, পুরনো পাটনা যেখানে ভগবান শিবের স্ত্রী সতীদেবীর ডান উরু পড়েছিল। দেবীর আরাধনার জন্য ওই পবিত্র স্থানে একটি শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিখ্যাত স্থানটি পাটন দেবী নামে পরিচিত ছিল। সেই থেকেই শহরের নাম রাখা হয় পাটন।

পাটনা, বিহার: বিহারের রাজধানী ও বৃহত্তম শহর হল পাটনা। শাস্ত্র অনুসারে, পুরনো পাটনা যেখানে ভগবান শিবের স্ত্রী সতীদেবীর ডান উরু পড়েছিল। দেবীর আরাধনার জন্য ওই পবিত্র স্থানে একটি শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিখ্যাত স্থানটি পাটন দেবী নামে পরিচিত ছিল। সেই থেকেই শহরের নাম রাখা হয় পাটন।

7 / 7
Follow Us: