ভারতের হকি দল হাফ ডজন গোলের মালা পরাল জার্মানিকে

ইউরোপ ট্যুরের প্রথম ম্যাচে রবিবার ভারতীয় হকি দল (Indian Hockey team) ৬-১ হারাল জার্মানিকে (Germany)। করোনার (COVID-19) কারণে আন্তর্জাতিক ম্যাচে এক বছরেরও বেশি খেলতে পারেননি ভারতীয় হকি দল। তাই দীর্ঘদিন বিরতির পর স্বমহিমায় ফিরে এলেন শ্রীজেশরা।

| Edited By: | Updated on: Mar 01, 2021 | 7:15 PM
প্রথম কোয়ার্টারের ১৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল ভারতের নীলকান্ত শর্মার। (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

প্রথম কোয়ার্টারের ১৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল ভারতের নীলকান্ত শর্মার। (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

1 / 5
ম্যাচের ১৫ মিনিটে জার্মানিকে সমতায় ফেরান কনস্ট্যান্টন্টিন স্টাইব। (সৌজন্যে-হকি ইন্ডিয়া ওয়েবসাইট)

ম্যাচের ১৫ মিনিটে জার্মানিকে সমতায় ফেরান কনস্ট্যান্টন্টিন স্টাইব। (সৌজন্যে-হকি ইন্ডিয়া ওয়েবসাইট)

2 / 5
সারা ম্যাচে এক গোলের পর জার্মানিকে আর ঘুরে দাঁড়াতে দেয়নি ভারত। জার্মানির রক্ষণে বারবার আঘাত হানে টিম ইন্ডিয়া। (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

সারা ম্যাচে এক গোলের পর জার্মানিকে আর ঘুরে দাঁড়াতে দেয়নি ভারত। জার্মানির রক্ষণে বারবার আঘাত হানে টিম ইন্ডিয়া। (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

3 / 5
ম্যাচের ২৭ ও ২৮ মিনিটে জোড়া গোল করেন বিবেক সাগর প্রসাদ। (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

ম্যাচের ২৭ ও ২৮ মিনিটে জোড়া গোল করেন বিবেক সাগর প্রসাদ। (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

4 / 5
ভারতের হয়ে বাকি তিনটি গোল করেন যথাক্রমে ৪১ মিনিটে ললিত কুমার উপাধ্যায়, ৪২ মিনিটে আকাশদীপ সিংহ এবং ৪৭ মিনিটে হরমনপ্রীত সিংহ।(সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

ভারতের হয়ে বাকি তিনটি গোল করেন যথাক্রমে ৪১ মিনিটে ললিত কুমার উপাধ্যায়, ৪২ মিনিটে আকাশদীপ সিংহ এবং ৪৭ মিনিটে হরমনপ্রীত সিংহ।(সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

5 / 5
Follow Us: