নৌসেনা দিবস: ‘অভিযান’ চালাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই! উড়িয়েছে পাক হেড কোয়ার্টারও

ভারতে নৌসেনা দিবস পালিত হয় ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নৌসেনার নির্ভীক অভিযানের পর এই দিনটিকে নৌ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে।

| Updated on: Dec 04, 2020 | 5:28 PM
শক্তির বিচারে ভারতের নৌসেনার স্থান সারা বিশ্বে সপ্তম। সমুদ্রের রণকৌশল কিংবা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারের কাজ, সদা তৎপর ভারতের নৌসেনা । জল সীমান্তে দেশকে রক্ষা করতে 'ইন্ডিয়ান নেভি' অতন্দ্র প্রহরী।

শক্তির বিচারে ভারতের নৌসেনার স্থান সারা বিশ্বে সপ্তম। সমুদ্রের রণকৌশল কিংবা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারের কাজ, সদা তৎপর ভারতের নৌসেনা । জল সীমান্তে দেশকে রক্ষা করতে 'ইন্ডিয়ান নেভি' অতন্দ্র প্রহরী।

1 / 9
ভারতে নৌসেনা দিবস পালিত হয় ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নৌসেনার নির্ভীক অভিযানের পর এই দিনটিকে নৌ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৯৭১-এর যুদ্ধের সময় পাকিস্তানের নাভাল হেড কোয়ার্টার করাচিতে ক্রুজ মিসাইল হামলা করে শত্রুপক্ষের তেলের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল ভারতীয় নৌসেনা। অত্যাধুনিক এয়ারক্রাফ্ট ব্যবহার করে এই হামলা করেছিল নৌসেনা। এই 'অপারেশন ট্রাইডেন্ট'-এর বিজয় উৎসব পালনের জন্যই নৌ সেনা দিবস।

ভারতে নৌসেনা দিবস পালিত হয় ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নৌসেনার নির্ভীক অভিযানের পর এই দিনটিকে নৌ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৯৭১-এর যুদ্ধের সময় পাকিস্তানের নাভাল হেড কোয়ার্টার করাচিতে ক্রুজ মিসাইল হামলা করে শত্রুপক্ষের তেলের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল ভারতীয় নৌসেনা। অত্যাধুনিক এয়ারক্রাফ্ট ব্যবহার করে এই হামলা করেছিল নৌসেনা। এই 'অপারেশন ট্রাইডেন্ট'-এর বিজয় উৎসব পালনের জন্যই নৌ সেনা দিবস।

2 / 9
২০১৯ সালের তথ্য অনুযায়ী, ভারতীয় নৌসেনায় এখন ১৫০ সাবমেরিন ও ৩০০ এয়ারক্রাফ্ট রয়েছে। সক্রিয় নৌ সৈনিক রয়েছেন ৬৭ হাজার ২৫২ জন। 'ইন্ডিয়ান নেভির' কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ মিসাইল 'ব্রহ্মোস'। সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন এই মিসাইলের টার্গেট রেঞ্জ ২৯৮ কিলোমিটার থেকে বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করেছে।

২০১৯ সালের তথ্য অনুযায়ী, ভারতীয় নৌসেনায় এখন ১৫০ সাবমেরিন ও ৩০০ এয়ারক্রাফ্ট রয়েছে। সক্রিয় নৌ সৈনিক রয়েছেন ৬৭ হাজার ২৫২ জন। 'ইন্ডিয়ান নেভির' কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ মিসাইল 'ব্রহ্মোস'। সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন এই মিসাইলের টার্গেট রেঞ্জ ২৯৮ কিলোমিটার থেকে বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করেছে।

3 / 9
১৯৮৭ সালে তৈরি হয়েছিল নৌসেনার নতুন বিভাগ 'মার্কোস'। এই মেরিন কম্যান্ডোরা বায়ু, স্থল, জল সব জায়গায় অভিযান চালাতে পারেন। সারা বিশ্বে প্রশংসা পান এই কম্যান্ডোরা।

১৯৮৭ সালে তৈরি হয়েছিল নৌসেনার নতুন বিভাগ 'মার্কোস'। এই মেরিন কম্যান্ডোরা বায়ু, স্থল, জল সব জায়গায় অভিযান চালাতে পারেন। সারা বিশ্বে প্রশংসা পান এই কম্যান্ডোরা।

4 / 9
২০০৩ সালে তৈরি হয়েছে নৌসেনার 'সাগর পবন' বিভাগ। বিশেষজ্ঞদের কথায় এই বিভাগ মার্কিন নৌসেনার 'ব্লু এঞ্জেলস'-এর সঙ্গে সমতুল্য।

২০০৩ সালে তৈরি হয়েছে নৌসেনার 'সাগর পবন' বিভাগ। বিশেষজ্ঞদের কথায় এই বিভাগ মার্কিন নৌসেনার 'ব্লু এঞ্জেলস'-এর সঙ্গে সমতুল্য।

5 / 9
২০১৯ সালের তথ্য অনুযায়ী, ভারতীয় নৌসেনায় এখন ১৫০ সাবমেরিন ও ৩০০ এয়ারক্রাফ্ট রয়েছে। সক্রিয় নৌ সৈনিক রয়েছেন ৬৭ হাজার ২৫২ জন। 'ইন্ডিয়ান নেভির' কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ মিসাইল 'ব্রহ্মোস'। সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন এই মিসাইলের টার্গেট রেঞ্জ ২৯৮ কিলোমিটার থেকে বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করেছে।

২০১৯ সালের তথ্য অনুযায়ী, ভারতীয় নৌসেনায় এখন ১৫০ সাবমেরিন ও ৩০০ এয়ারক্রাফ্ট রয়েছে। সক্রিয় নৌ সৈনিক রয়েছেন ৬৭ হাজার ২৫২ জন। 'ইন্ডিয়ান নেভির' কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ মিসাইল 'ব্রহ্মোস'। সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন এই মিসাইলের টার্গেট রেঞ্জ ২৯৮ কিলোমিটার থেকে বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করেছে।

6 / 9
ইতিমধ্যেই সফল ভাবে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অভিযান শেষ করে এসেছে ভারতীয় নৌসেনা।

ইতিমধ্যেই সফল ভাবে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অভিযান শেষ করে এসেছে ভারতীয় নৌসেনা।

7 / 9
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই কাজ করা শুরু করেছিল ভারতীয় নৌসেনা। তখন এই বাহিনীর নাম ছিল 'রয়্যাল ইন্ডিয়ান নেভি।' পরবর্তীকালে এই বাহিনীর নাম বদলানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে দারুণ কাজ করেছিল 'রয়্যাল ইন্ডিয়ান নেভি।'

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই কাজ করা শুরু করেছিল ভারতীয় নৌসেনা। তখন এই বাহিনীর নাম ছিল 'রয়্যাল ইন্ডিয়ান নেভি।' পরবর্তীকালে এই বাহিনীর নাম বদলানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে দারুণ কাজ করেছিল 'রয়্যাল ইন্ডিয়ান নেভি।'

8 / 9
আমেরিকা-সহ কোয়াডের চার সদস্য দেশ মালাবার উপকূলে সম্প্রতি নৌমহড়ায় অংশ নিয়েছিল। যেখানে অত্যাধুনিক প্রযুক্তিতে যুদ্ধ বিমান উড়িয়ে ছিল নৌ সেনা।

আমেরিকা-সহ কোয়াডের চার সদস্য দেশ মালাবার উপকূলে সম্প্রতি নৌমহড়ায় অংশ নিয়েছিল। যেখানে অত্যাধুনিক প্রযুক্তিতে যুদ্ধ বিমান উড়িয়ে ছিল নৌ সেনা।

9 / 9
Follow Us: