Expensive Schools: বার্ষিক ফি ১৬ লক্ষ টাকা, দেশের সবচেয়ে ব্যয়বহুল স্কুলগুলি একনজরে দেখে নিন
Expensive Schools: ভারতের কয়েকটি স্কুল ও কলেজ রয়েছে, যেগুলি খুবই দামি। অর্থাৎ স্কুলের কেবল ভর্তি ফি ৩ লক্ষ টাকা। আর ছাত্রদের বার্ষিক ফি ৩ লক্ষ টাকা থেকে ১৬ টাকা পর্যন্ত রয়েছে। এই স্কুলগুলিতে রাজীব গান্ধী, ক্যাপ্টেন অমরিন্দর সিং সঞ্জয় গান্ধী, নবীন পট্টনায়েক, জায়েদ খান, মনসুর আলি খান পতৌদির মতো রাজনীতিক ও সলমন খানের মতো তারকা ছাত্র ছিলেন।
Most Read Stories