Lewis Hamilton: লক্ষ্য অষ্টম খেতাব, গতির রাজার এই ট্রেনিং সূচি চমকে দেবে!
F1 title battle: লক্ষ্য নজির গড়া। অষ্টম বার ফর্মূলা ওয়ান চ্য়াম্পিয়নশিপের খেতাব জয়ই লক্ষ্য় লুইস হ্য়ামিল্টনের। মার্সিডিজের এই ফর্মূলা ওয়ান ড্রাইভার তাই কোনও রকম ফাঁক রাখতে নারাজ। শারীরিক, মানসিক ভাবে নিজেকে তরতাজা রাখতে ট্রেনিংয়ে নিজেকে নিংড়ে দিচ্ছেন এই ফর্মূলা ওয়ান রেসার।
Most Read Stories