ভারতেও লঞ্চ হয়েছে আইফোন ১৩ সিরিজ। এই নজরে দেখে নেওয়া যাক আইফোন ১৩ সিরিজের চারটি মডেল ভারতে কোন কোন স্টোরেজ কনফিগারেশনে এবং কী দামে লঞ্চ হয়েছে।
অ্যাপেল কর্তৃপক্ষ আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স— এই চারটি ফোন লঞ্চ করেছেন তাঁদের নতুন আইফোন ১৩ সিরিজে। আইফোন ১৩ সিরিজের চারটি মডেলেই রয়েছে অ্যাপেলের নতুন এ১৫ বায়োনিক প্রসেসর। চারটি মডেলই পরিচালিত হবে আইওএস ১৫- র সাহায্যে।
আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি— এই দুই মডেলে রয়েছে তিনটি করে স্টোরেজ ভ্যারিয়েন্ট। আইফোন ১৩ মিনি ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৯,৯০০ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ ৫১২ জিবি স্টোরেজের মডেলের দাম ৯৯,৯০০ টাকা।
অন্যদিকে আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম ৯৯,৯০০ টাকা।
আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স, দুটো ফোনের ক্ষেত্রেই ১ টিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। আইফোন ১৩ প্রো মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯০০ টাকা। ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৪৯,৯০০ টাকা। আর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৯,৯০০ টাকা।
অন্যদিকে, আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯০০ টাকা। ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯০০ টাকা। আর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৭৯,৯০০ টাকা। এ যাবৎ অ্যাপেলের ‘মোস্ট এক্সপেন্সিভ’ ফোন হল এই আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
ভারতে ১৭ সেপ্টেম্বর থেকে আইফোন ১৩ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে। আর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে উপলব্ধ হবে এই সিরিজের বিভিন্ন ফোন।