গত কয়েক বছরে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC) একের পর এক চমকে দেওয়া ঘোষণা করেছে ভ্রমণ পিপাসুদের জন্য। গত দেড় বছরেও করোনাকালে যখন ঘরবন্দি মানুষ ধুঁকছে, তখনও আইআরসিটিসির নতুন নতুন প্যাকেজ ঘোষণায় খামতি দেখা যায়নি। কখনও 'ওয়ার্ক ফ্রম হোটেল'-এর উদ্যোগ নিয়েছে তারা। আবার কখনও সাধ্যের মধ্যে 'ভারত দর্শন'-এর দ্বার উন্মুক্ত করে দিয়েছে।
রেলপথের পর এবার আইআরসিটিসির হাত ধরে জলপথে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। ভারতের প্রথম ক্রুজার লাইনার পরিষেবা শুরু হল ১৮ সেপ্টেম্বর থেকে। আইআরসিটিসির পোর্টাল থেকেই এই পরিষেবার জন্য বুকিং করা যাবে।
এই ক্রুজে যাত্রীরা পাঁচটি জলপথে সফর করতে পারবেন। মুম্বই থেকে ক্রুজ ছাড়বে। গোয়া, কোচি, লাক্ষাদ্বীপ, দিউ ও শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন পর্যটকরা। বেসরকারি সংস্থা কর্ডেলিয়া ক্রুজেস (Cordelia Cruises)-এর সঙ্গে যৌথ ভাবে এই গাঁটছড়া বেঁধে এই পরিষেবা চালু হল।
একেবারে রাজকীয় এই জলপথে ভ্রমণ। ক্রুজের ভিতরই থাকছে রেস্তোরাঁ, বার, সুইমিং পুল, সিনেমা হল ও থিয়েটার হল। বাচ্চাদের জন্য আলাদা করে জায়গা থাকছে। এই 'কিডস এরিয়া'য় খেলাধুলা করতে পারবে তারা। শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকম অ্যাকটিভিটির সুযোগও রয়েছে ক্রুজের মধ্যেই।
যেহেতু করোনা কালে এত বড় একটা পদক্ষেপ, তাই স্বাস্থ্যবিধির বিষয়টিও যে অত্যন্ত কড়া ভাবেই নজরে রাখা হবে, সে আশ্বাসও দিয়েছে আইআরসিটিসি। আপাতত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে সফর করবে এই ক্রুজ। সবরকম মেডিক্যাল সুবিধাও পাওয়া যাবে এখানে।
আইআরসিটিসির পোর্টাল থেকেই টিকিট বুক করতে পারবেন উৎসাহী পর্যটকরা। বুকিংয়ের জন্য যেতে হবে www.irctctourism.com-এ। সেখানে হোমপেজ থেকে 'ক্রুজ' অপশনে ক্লিক করতে হবে। লোকেশন, ডেট ও ডিপারচার পিরিয়ড সিলেক্ট করে বুকিং পদ্ধতি সারতে হবে। প্রাথমিক ভাবে মুম্বই থেকে সফর শুরু হলেও ২০২২ সাল থেকে ক্রুজের বেস স্টেশন চেন্নাইয়ে স্থানান্তরিত করা হবে।