IPL 2021: আইপিএল স্থগিত, শেষ বেলায় কী বার্তা দিল দলগুলি?
করোনার (COVID-19) কারণে স্থগিত হয়েছে এ বারের আইপিএল (IPL)। আটটি দল নিয়ে দেশের মাটিতে ফিরেছিল ক্রিকেটের মহা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। করোনা আবহে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই জৈব সুরক্ষা বলয় তৈরি করে খেলা চালিয়ে যাচ্ছিল বিসিসিআই (BCCI)। কিন্তু হঠাৎই ছন্দপতন। বলয়ের ঘেরাটোপকে ভেদ করে করোনা থাবা বসাল আইপিএলে। নড়েচড়ে বসলেন বোর্ডের কর্তারা। ক্রিকেটার, স্টাফদের স্বাস্থ্য নিয়ে আর ঝুঁকি নিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। স্থগিত হল ক্রিকেটের কোটিপতি লিগ। খেলা বন্ধ হলেও আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিচ্ছে দলগুলি। রইলো দলগুলির বিদায় বেলার কিছু ছবি....
Most Read Stories