IPl 2021: আইপিএল-১৪-তেও বেটিং চক্র!
রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals vs Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন দুই ব্যাক্তি অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন।
নয়াদিল্লি: দেশে হু হু করে বাড়ছে করোনা (COVID-19)। তাই করোনার বাড়বাড়ন্তের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত করতে বাধ্য হল বিসিসিআই (BCCI)। কিন্তু, আইপিএল (Arun Jaitley stadium) স্থগিত হওয়ার পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গত রবিবার আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley stadium) থেকে দুই বুকিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals vs Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন দুই ব্যাক্তি অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন। শুধু তাই নয় তারা ফোনে ম্যাচের তথ্য দিতে গিয়ে হাতেনাতে ধরাও পড়েন।
করোনা মহামারির কারণে জৈব সুরক্ষা বলয়ে থেকে চলছিল আইপিএল। তাই ওই দুই ব্যাক্তি সুরক্ষা বলয়ের মধ্যে কীভাবে প্রবেশ করল সেই নিয়েও প্রশ্ন উঠছে। যদিও দুই ব্যাক্তি ভুয়ো স্বীকৃতি কার্ড পরেছিলেন। অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশের জন্য ধৃত দুই ব্যাক্তিকে ৫দিন পুলিশি হেফাজতে রাখা হচ্ছে। দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হবে কোনও বড় বেটিং চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা।
#UPDATE | The two bookies have been sent to 5-day Police remand.
— ANI (@ANI) May 5, 2021
বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধানসাব্বির হুসেইন শেখাদাম খাণ্ডেলওয়াল বলেছেন, “আমাদের এক এসিইউ অফিসার সন্দেহজনক এক ব্যক্তিকে আটকান। তিনি দিল্লি পুলিশকে সমস্ত বিবরণ দিয়েছেন। পাশাপাশি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন দুজনকে ভুয়ো স্বীকৃতি কার্ডসহ গ্রেফতার করা হয়। অর্থাৎ দুদিন এই ব্যাক্তিরা মাঠে প্রবেশ করেছিলেন। এক ব্যাক্তি টুর্নামেন্টের সঙ্গে নিযুক্ত ছিলেন। তার আধার কার্ডের বিবরণ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: IPL 2021: আইপিএলের বাকি ম্যাচগুলি কবে?
তিনি আরও বলেছেন, “এক ব্যাক্তি সাফাই কর্মীর পোশাক পরে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নির্জন জায়গায় দাঁড়িয়েছিলেন। আমাদের এক অফিসার তাকে জিজ্ঞাসা করেন, তিনি এখানে কী করছেন? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলছি।’ তখন আমাদের সেই অফিসার তাকে সেই নম্বরে ফোন করতে বলেন। যখন অফিসার ফোন থেকে তথ্য নিচ্ছিলেন ওই লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই লোকটি একটি চতুর্থ শ্রেণীর কার্ড পরেছিলেন। যা টুর্ণামেন্টের বাস চালক, সাফাই কর্মীদের দেওয়া হয়।”
এই পরিস্থিতিতে পুলিশ খতিয়ে দেখছে কীভাবে ভুয়ো স্বীকৃতি কার্ড জোগাড় করে ওই ব্যক্তিরা মাঠে প্রবেশ করলেন। পাশাপাশি আরও কেউ এই জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত কিনা তাও দেখছে পুলিশ।
আরও পড়ুন: মাহরেজের জোড়া গোলে ইতিহাস সিটির