IPL 2021: আইপিএল স্থগিত, শেষ বেলায় কী বার্তা দিল দলগুলি?

করোনার (COVID-19) কারণে স্থগিত হয়েছে এ বারের আইপিএল (IPL)। আটটি দল নিয়ে দেশের মাটিতে ফিরেছিল ক্রিকেটের মহা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। করোনা আবহে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই জৈব সুরক্ষা বলয় তৈরি করে খেলা চালিয়ে যাচ্ছিল বিসিসিআই (BCCI)। কিন্তু হঠাৎই ছন্দপতন। বলয়ের ঘেরাটোপকে ভেদ করে করোনা থাবা বসাল আইপিএলে। নড়েচড়ে বসলেন বোর্ডের কর্তারা। ক্রিকেটার, স্টাফদের স্বাস্থ্য নিয়ে আর ঝুঁকি নিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। স্থগিত হল ক্রিকেটের কোটিপতি লিগ। খেলা বন্ধ হলেও আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিচ্ছে দলগুলি। রইলো দলগুলির বিদায় বেলার কিছু ছবি....

| Updated on: May 05, 2021 | 6:32 PM
চেন্নাই সুপার কিংসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "ভালোবাসা, যত্ন, বন্ড, পরিবার এই পরিস্থিতিতে ও সবসময়ের জন্য এটাই আমাদের শক্তি।"

চেন্নাই সুপার কিংসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "ভালোবাসা, যত্ন, বন্ড, পরিবার এই পরিস্থিতিতে ও সবসময়ের জন্য এটাই আমাদের শক্তি।"

1 / 7
দিল্লি ক্যাপিটালসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "দিল্লি আমরা আবার একসাথে গর্জন করব। ততক্ষণ নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।"

দিল্লি ক্যাপিটালসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "দিল্লি আমরা আবার একসাথে গর্জন করব। ততক্ষণ নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।"

2 / 7
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমরা একসঙ্গে এভাবেই থাকব।"

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমরা একসঙ্গে এভাবেই থাকব।"

3 / 7
কলকাতা নাইট রাইডার্সের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমাদের আবার দেখা হওয়ার আগে পর্যন্ত।"

কলকাতা নাইট রাইডার্সের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমাদের আবার দেখা হওয়ার আগে পর্যন্ত।"

4 / 7
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "পল্টন হার হোক বা জিত তোমাদের সাপোর্ট সবসময় টিমের সঙ্গে রয়েছে। হৃদয় থেকে তোমাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। বাড়িতে থেকো, সুস্থ থেকো।"

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "পল্টন হার হোক বা জিত তোমাদের সাপোর্ট সবসময় টিমের সঙ্গে রয়েছে। হৃদয় থেকে তোমাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। বাড়িতে থেকো, সুস্থ থেকো।"

5 / 7
পঞ্জাব কিংসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমরা আবার ফিরে আসব।"

পঞ্জাব কিংসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমরা আবার ফিরে আসব।"

6 / 7
সানরাইজার্স হায়দরাবাদের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "অরেঞ্জ আর্মি আমরা একসঙ্গেই আছি। বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন।"

সানরাইজার্স হায়দরাবাদের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "অরেঞ্জ আর্মি আমরা একসঙ্গেই আছি। বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন।"

7 / 7
Follow Us: