অবশেষে ভারতে আইকিউওও নিও ৬ ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা হয়েছে। শোনা গিয়েছে, ৩১ মে এই ফোন লঞ্চ হবে দেশে। আইকিউওও সংস্থা তাদের নিও সিরিজের প্রথম ফোন আনতে চলেছে ভারতে।
শোনা যাচ্ছে, আইকিউওও নিও ৬ ফোনে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। প্রথমে ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছিল। পরে তা মুছে দেওয়া হয় সাইট থেকে।
অনেকে বলছেন আইকিউওও নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে ভারতে আসন্ন আইকিউওও নিও ৬ স্মার্টফোন। চিনে লঞ্চ হওয়া ফোনের থেকে ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার আলাদা হবে বলেই শোনা গিয়েছে।
ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে আইকিউওও নিও ৬ ফোনের দাম কত হতে পারে সেই সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এই ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে।
এই ফোনে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনের প্রসেসরের সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে। ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে এই ফোনে।
৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইড সেনসর থাকতে পারে আইকিউওও নিও ৬ ফোনে। এছাড়াও এই ফোনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্টও থাকতে পারে এই ফোনে।