World Cup Qualifiers: জর্জিনহোর পেনাল্টি মিসে প্রাক বিশ্বকাপে আটকে গেল ইতালি

রোমের স্তাদিও অলিম্পিকোয় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) ম্যাচে সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের ফলে বিশ্বকাপে খেলার রাস্তায় একধাপ এগোনো হল না ইতালির। ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়েছিল ইতালি (Italy)। তবে ৩৬ মিনিটের মাথায় লরেঞ্জোর গোলে সমতায় ফেরে ইতালি। ম্যাচের শেষের দিকে পেনাল্টি মিস করেন জর্জিনহো। ৭ ম্যাচের ৪টিতে জয় ও ৩টিতে হারের পর ইতালি ও সুইৎজারল্যান্ড গ্রুপ-সি-র প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে সুইৎজারল্যান্ড।

| Edited By: | Updated on: Nov 13, 2021 | 4:40 PM
ম্যাচের ১১ মিনিটে সিলভান উইল্ডমারের (Silvan Widmer) গোলে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড।

ম্যাচের ১১ মিনিটে সিলভান উইল্ডমারের (Silvan Widmer) গোলে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড।

1 / 4
১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের ৩৬ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের পাস থেকে জিওভানি ডি লরেঞ্জো (Giovanni Di Lorenzo) ইতালিকে সমতায় ফেরান।

১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের ৩৬ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের পাস থেকে জিওভানি ডি লরেঞ্জো (Giovanni Di Lorenzo) ইতালিকে সমতায় ফেরান।

2 / 4
ম্যাচের ৯০ মিনিটে দলকে জেতানোর সুযোগ পেয়েছিলেন জর্জিনহো (Jorginho)। কিন্তু পেনাল্টি মিস করায় কপাল পুড়ল ইতালির।

ম্যাচের ৯০ মিনিটে দলকে জেতানোর সুযোগ পেয়েছিলেন জর্জিনহো (Jorginho)। কিন্তু পেনাল্টি মিস করায় কপাল পুড়ল ইতালির।

3 / 4
এখনও পর্যন্ত ৭ ম্যাচের ৪টিতে জিতে ও ৩টিতে হারের পর ইতালি ও সুইৎজারল্যান্ড গ্রুপ-সি-র প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে সুইৎজারল্যান্ড।

এখনও পর্যন্ত ৭ ম্যাচের ৪টিতে জিতে ও ৩টিতে হারের পর ইতালি ও সুইৎজারল্যান্ড গ্রুপ-সি-র প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে সুইৎজারল্যান্ড।

4 / 4
Follow Us: