Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood News: আলিয়ার নাম বলে গিয়েছিলেন খেতে, লন্ডনের রেস্তোরাঁয় করণের জুটল বেইজ্জতি!

Bollywood: ঘটনা ঘটনার পর কী করলেন করণ জোহর। জানলে অবাক হবেন।

| Edited By: | Updated on: Jun 29, 2022 | 9:57 PM
লন্ডনে রয়েছেন আলিয়া ভাট, করণ জোহর, সারা আলি খানরা। আলিয়ার অনুপস্থিতিতে সারা ও করণ একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।

লন্ডনে রয়েছেন আলিয়া ভাট, করণ জোহর, সারা আলি খানরা। আলিয়ার অনুপস্থিতিতে সারা ও করণ একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।

1 / 6
কাকে পছন্দ কাকে নয়, নেপোটিজ়মদের নিয়ে চর্চা, অপছন্দের নিয়ে ঠাট্টা করা প্রভৃতি। সম্প্রতি নাগা চৈতন্যও এই নিয়ে মন্তব্য করে বসলেন। জানালেন, কাজের বিষয় নিয়েই যেন তাঁকে প্রশ্ন করা হয়, কোনও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নয়।

কাকে পছন্দ কাকে নয়, নেপোটিজ়মদের নিয়ে চর্চা, অপছন্দের নিয়ে ঠাট্টা করা প্রভৃতি। সম্প্রতি নাগা চৈতন্যও এই নিয়ে মন্তব্য করে বসলেন। জানালেন, কাজের বিষয় নিয়েই যেন তাঁকে প্রশ্ন করা হয়, কোনও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নয়।

2 / 6
তিনি রেস্তোরাঁয় জানিয়েছিলেন আলিয়ার বুকিং করানো আছে। কিন্তু রেস্তোরাঁর কর্মী তা মানতে রাজি নন।

তিনি রেস্তোরাঁয় জানিয়েছিলেন আলিয়ার বুকিং করানো আছে। কিন্তু রেস্তোরাঁর কর্মী তা মানতে রাজি নন।

3 / 6
সাফ জানিয়ে দেন কোনও বুকিং নেই। কোনও টেবিল খালি নেই।

সাফ জানিয়ে দেন কোনও বুকিং নেই। কোনও টেবিল খালি নেই।

4 / 6
এর আগেও ঠিক একই কারণে দীপিকা পাড়ুকোন মুখ ফিরিয়েছেন এই শো থেকে। তাঁকে রণবীর কাপুরের সঙ্গে ডাকা হয়েছিল। কিন্তু কোনও বিতর্কেই যেতে চাননি দীপিকা। অতীতের সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করতে নারাজ। সেই কারণেই তিনি করণের শো-তে আসেননি বলেই খবর।

এর আগেও ঠিক একই কারণে দীপিকা পাড়ুকোন মুখ ফিরিয়েছেন এই শো থেকে। তাঁকে রণবীর কাপুরের সঙ্গে ডাকা হয়েছিল। কিন্তু কোনও বিতর্কেই যেতে চাননি দীপিকা। অতীতের সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করতে নারাজ। সেই কারণেই তিনি করণের শো-তে আসেননি বলেই খবর।

5 / 6
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল করণের শো-এর কিছু নির্দিষ্ট প্রশ্ন, যা ঘুরে ফিরে প্রতিটা এপিসোডে দেখা যাচ্ছে। সেলেবদের ডেটিং-এর ইতিহাস। সেলেবদের সেক্স এর গোপন ফান্ডা। তাঁদের আগামী প্রজেক্ট। সম্পর্ক কখনও আবার অন্দরমহলের গসিপ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল করণের শো-এর কিছু নির্দিষ্ট প্রশ্ন, যা ঘুরে ফিরে প্রতিটা এপিসোডে দেখা যাচ্ছে। সেলেবদের ডেটিং-এর ইতিহাস। সেলেবদের সেক্স এর গোপন ফান্ডা। তাঁদের আগামী প্রজেক্ট। সম্পর্ক কখনও আবার অন্দরমহলের গসিপ।

6 / 6
Follow Us: